৬৪০ কোটি টাকার চুক্তি, ১.৮৬ লক্ষ বুলেটপ্রুফ জ্যাকেট পাচ্ছে ভারতীয় সেনাবাহিনী
Web Desk, ABP Ananda
Updated at:
10 Apr 2018 09:21 PM (IST)
নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনী দীর্ঘদিন ধরে উন্নত মানের বুলেটপ্রুফ জ্যাকেটের যে দাবি করে আসছিল, এতদিনে তা পূরণ হতে চলেছে। প্রতিরক্ষামন্ত্রক ওই জ্যাকেট কেনার ব্যাপারে ৬৪০ কোটি টাকার চুক্তি করেছে। মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই জ্যাকেট গুণমান যাচাইয়ের পরীক্ষায় সফল ভাবে উতরে গিয়েছে। তারপরই হয়েছে চুক্তি। কেনা হবে ১ লক্ষ ৮৬ হাজারের বেশি বুলেটপ্রুফ জ্যাকেট।
মেক ইন ইন্ডিয়া পলিসির আওতায় বুলেটপ্রুফ জ্যাকেট সরবরাহের বরাত পেয়েছে দেশীয় প্রতিরক্ষা সামগ্রী নির্মাণ সংস্থা এসএমপিপি প্রাইভেট লিমিটেড।
বর্তমানে সেনা জওয়ানদের ব্যবহার করা বুলেটপ্রুফ জ্যাকেটগুলি খুব ভারী, শরীরের সব অঙ্গকে সুরক্ষিত রাখার পক্ষে তেমন মজবুতও নয়।
সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, নতুন জ্যাকেটগুলিতে থাকবে মডিউলার যন্ত্রাংশ যা দীর্ঘ রাস্তায় টহলদারি থেকে শুরু করে প্রবল ঝুঁকিপূর্ণ এলাকায় অপারেশন চালানোর সময় পদাতিক বাহিনীর জওয়ানদের সুরক্ষা দেবে। জওয়ানরা ৩৬০ ডিগ্রি সুরক্ষা পাবেন। লড়াইয়ের সময় একেবারে হালের সবচেয়ে কঠিন ইস্পাতের বুলেটও এই জ্যাকেট ভেদ করতে পারবে না।
সেনা জওয়ানদের সামনে হালকা, মাঝারি ও উচ্চ গতি সম্পন্ন প্রজেক্টাইলের বিপদ ক্রমশ বাড়ছে, বিশেষত এমন পরিস্থিতি যখন টানা ঘন্টার পর ঘন্টা ধরে সন্ত্রাসবাদ দমন অভিযান চলতে পারে। সে কথা মাথায় রেখেই জওয়ানদের পূর্ণ সুরক্ষা দিতে নতুন বুলেট প্রুফ জ্যাকেটের ডিজাইন বানানো হয়েছে। এ ধরনের আত্মরক্ষামূলক বর্মই এখনকার সময়ে প্রয়োজন বলে জানিয়েছে সেনাবাহিনী।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -