ভদোদরা: পাকিস্তানের জলে বন্দি থাকা ক্যান্সারে আক্রান্ত এক ভারতীয় মৎস্যজীবীকে দেশে ফেরাতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্থ হল তাঁর পরিবার।


গুজরাতের গির সোমনাথ জেলার পালদি অঞ্চলের বাসিন্দা রুবিদেন চৌহান জানান, গত এক বছর ধরে পাক জেলে বন্দি রয়েছেন তাঁর স্বামী বছর ৩৫-এর দানাভাই চৌহান।


জানা গিয়েছে, চৌহান সহ ৬ ভারতীয় মৎস্যজীবীকে গত বছরের ৩ মে কচ্ছ উপকূলে ঝাকাউ বন্দর লাগোয়া অঞ্চল থেকে গ্রেফতার করে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি।


৩২ বছরের রুবিদেনের দাবি, তিনদিন আগে তাঁর স্বামী পাকিস্তানের একটি হাসপাতাল থেকে ভাইপোকে ফোন করে জানান, তিনি ক্যান্সারে আক্রান্ত। পাক জেলে মরতে চান না।


জানা গিয়েছে, রুবিদেন ও দানাভাইয়ের চারটি কন্যা ও একটি পুত্রসন্তান রয়েছেন। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্থ হয়েছে দানাভাইয়ের পরিবার।


সুষমাকে লেখা চিঠিতে রুবিদেন জানিয়েছেন, তাঁর স্বামী যে এই মারণরোগে আক্রান্ত, সেটা পাক জেল কর্তৃপক্ষের জানানো উচিত ছিল পরিবারের। কিন্তু, তা তারা করেনি। উপরন্তু, এই মর্মে বিদেশমন্ত্রক বা পাকিস্তানে ভারতীয় হাই-কমিশন থেকেও কোনও যোগাযোগ করা হয়নি।