৩০ বছর বয়সি আকবর ইলিনোইসের ডেভরি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সিস্টেমস অ্যান্ড টেলিকমিউনিকেশনসে মাস্টার ডিগ্রি করছেন। তাঁকে কেন গুলি করা হল, সেই কারণটা এখনও স্পষ্ট নয়। জাতিবিদ্বেষের কারণে হামলা কি না, সেটা জানা যায়নি।
এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক ভারতীয়র উপর হামলা হয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে কানসাসে জাতিবিদ্বেষের কারণে গুলি করে খুন করা হয় হায়দরাবাদেরই ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলাকে। এই ঘটনায় অভিযুক্ত মার্কিন নৌবাহিনীর প্রাক্তন কর্মী। মার্চে ওয়াশিংটনে এক ভারতীয় বংশোদ্ভুত শিখ ব্যক্তিকে গুলি করা হয়। সেটাও জাতিবিদ্বেষের কারণে হামলা ছিল। জুনে তেলঙ্গানার বাসিন্দা মুবিন আহমেদকে ক্যালিফোর্নিয়ার একটি দোকানে গুলি করে সশস্ত্র ডাকাতরা। সেই দোকানে কাজ করতেন মুবিন। সেখানে ডাকাতরা হানা দেয়। মুবিনকে দেখতে পেয়ে তার উপর গুলি চালায় ডাকাতরা। আজ ফের আক্রান্ত হলেন আরও এক ভারতীয়।