হায়দরাবাদ: মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় এক ভারতীয় ছাত্রকে গুলি করল এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। হায়দরাবাদের উপ্পল অঞ্চলের বাসিন্দা এই ছাত্রর নাম মহম্মদ আকবর। তাঁর বাবা জানিয়েছেন, আজ সকাল ৮.৪৫ মিনিটে এই ঘটনা ঘটেছে। শিকাগোর অ্যালবানি পার্ক অঞ্চলে আকবর যখন তাঁর গাড়িতে উঠতে যাচ্ছিলেন, তখনই তাঁর দিকে গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। জরুরি ভিত্তিতে ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্য চেয়েছে আকবরের পরিবার।
৩০ বছর বয়সি আকবর ইলিনোইসের ডেভরি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সিস্টেমস অ্যান্ড টেলিকমিউনিকেশনসে মাস্টার ডিগ্রি করছেন। তাঁকে কেন গুলি করা হল, সেই কারণটা এখনও স্পষ্ট নয়। জাতিবিদ্বেষের কারণে হামলা কি না, সেটা জানা যায়নি।
এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক ভারতীয়র উপর হামলা হয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে কানসাসে জাতিবিদ্বেষের কারণে গুলি করে খুন করা হয় হায়দরাবাদেরই ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলাকে। এই ঘটনায় অভিযুক্ত মার্কিন নৌবাহিনীর প্রাক্তন কর্মী। মার্চে ওয়াশিংটনে এক ভারতীয় বংশোদ্ভুত শিখ ব্যক্তিকে গুলি করা হয়। সেটাও জাতিবিদ্বেষের কারণে হামলা ছিল। জুনে তেলঙ্গানার বাসিন্দা মুবিন আহমেদকে ক্যালিফোর্নিয়ার একটি দোকানে গুলি করে সশস্ত্র ডাকাতরা। সেই দোকানে কাজ করতেন মুবিন। সেখানে ডাকাতরা হানা দেয়। মুবিনকে দেখতে পেয়ে তার উপর গুলি চালায় ডাকাতরা। আজ ফের আক্রান্ত হলেন আরও এক ভারতীয়।
শিকাগোয় গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, সুষমার সাহায্য চাইল পরিবার
Web Desk, ABP Ananda
Updated at:
10 Dec 2017 04:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -