নয়াদিল্লি: আগামী বছরের ডিসেম্বর থেকে চলবে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রেন। এই ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ কিমি। দিল্লিতে যে মেট্রো রেল চলে, সেগুলির সঙ্গে এই ট্রেনের মিল আছে। তবে মেট্রোর চেয়ে অনেক দূর পর্যন্ত যেতে সক্ষম ১৬ কামরার এই ট্রেন। কয়েকটি কামরায় প্রপালসন সিস্টেম থাকবে। ফলে লোকোমোটিভের দরকার হবে না।

রেলবোর্ডের সদস্য রবীন্দ্র গুপ্ত বলেছেন, ‘এটাই হবে ভারতের প্রথম দেশীয় ট্রেন। ২০১৮ সালের ডিসেম্বর থেকে এই ট্রেন চলা শুরু করবে। শুরুতে এই ট্রেন হবে চেয়ার কার। পরবর্তীকালে স্লিপার কোচও যুক্ত করা হবে। এই ট্রেনের সুবিধা হল, যাত্রা অনেক বেশি আরামদায়ক হবে, দ্রুতগতিতে ছুটবে এবং দ্রুত মোড় নিতে পারবে। ফলে অন্য ট্রেনগুলির তুলনায় দ্রুত গন্তব্যে পৌঁছবে।’

রবীন্দ্র আরও বলেছেন, এই প্রথম ভারতের ট্রেনে স্বয়ংক্রিয় দরজা, চওড়া জানলা এবং আরামদায়ক বসার জায়গা থাকবে। সব কামরায় বায়ো-টয়লেট থাকবে এবং কামরাগুলি শীতাতপ নিয়ন্ত্রিত হবে। এই ট্রেনের প্রথম রুট হতে পারে দিল্লি-লখনউ বা দিল্লি-চণ্ডীগড়।