নয়াদিল্লি: ভারতে তৈরি কোভ্যাকসিন গোটা বিশ্বের নজর কাড়ছে। ট্যুইটারে দাবি করল ICMR। ট্যুইটে বলা হয়েছে, কোভ্যাকসিন করোনা ঠেকাতে সক্ষম। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এবং ভারত বায়োটেক যৌথভাবে এই টিকা তৈরি করছে।

টুইটে বলা হয়েছে, এখনও পর্যন্ত ভারতে ভ্যাকসিন নিয়ে পরীক্ষা নিরীক্ষার যে তথ্য সামনে এসেছে তাতে এই টিকা নিরাপদ বলেই মনে করা হচ্ছে। ICMR-এর তরফে জানানো হয়েছে, কোভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পথ আরও প্রশস্ত করেছে। দেশের ২২টি জায়গায় কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। যার মধ্যে রয়েছে কলকাতাও।

আইসিএমআরের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিজ (NICED) তথা নাইসেডে চলছে কোভ্যাকসিনের তৃতীয় তথা শেষ দফার ট্রায়াল। যে ট্রায়াল চলছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসও (AIIMS)। এইমসের পক্ষ থেকে বিজ্ঞাপন দিয়ে কোভ্যাকসিনের পক্ষে সওয়াল করা হয়েছে। এইমসের সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের চিকিৎসক সঞ্জয় কে রাইও গোটা বিষয়টা জানিয়ে আইসিএমআর ও ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনের কার্যকারকিতার পক্ষেই তাঁর মত দিয়েছেন।



আইসিএমআর তাই টুইট করে কোভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সওয়াল করে লিখেছে, ‘কোভিড-১৯-র বিরুদ্ধে লড়াইয়ে আইসিএমআর ও ভারত বায়োটেকের ভারতে তৈরি ভ্যাকসিন কোভ্যাকসিনের ট্রায়ালে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। প্রতিষেধকের কার্যকারিতা নিয়ে প্রকাশিত ফলাফল নজর কেড়েছে গোটা বিশ্বের। প্রথম দু-দফার ইতিবাচক ফলাফলই দেশের ২২ কেন্দ্রে তৃতীয় দফার ট্রায়ালের পথ প্রশস্ত করে।’ যে টুইটের সঙ্গে বিস্তারিভাবে পরীক্ষার যাবতীয় তথ্যও জানানো হয়েছে।