নয়াদিল্লি: এই শতকের মাঝামাঝি সময়ে বৃদ্ধিতে চিনকে ছাপিয়ে যাবে ভারত। আর ২০২৪-এ দেশের অর্থনীতি দ্বিগুণ হয়ে দাঁড়াবে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। আশাপ্রকাশ করলেন রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ অম্বানি।
এক সংবাদপত্র আয়োজিত অনুষ্ঠানে ভারতের ধনীতম ব্যক্তি বলেছেন, ২০০৪-এ তিনি বলেছিলেন, ২০ বছরের মধ্যে অর্থনীতির পরিমাণ বেড়ে হবে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। সে সময় অর্থনীতি ছিল মাত্রই ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের। কিন্তু আজ দেখা যাচ্ছে, তিনি ঠিকই বলেছিলেন। ২০২৪-এর আগেই এই লক্ষ্যমাত্রা পূর্ণ হয়ে যাবে বলে মনে করছেন তিনি।
দেশের জিডিপি এই মুহূর্তে প্রায় আড়াই ট্রিলিয়ন মার্কিন ডলার, বিশ্বে ষষ্ঠ।
মুকেশ বলেছেন, তাঁর দৃঢ় বিশ্বাস, আগামী ১০ বছরে এই বৃদ্ধি ৩ গুণ বেড়ে হবে ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। আর ২০৩০-এ আমরা পেরিয়ে যাব ১০ ট্রিলিয়নের লক্ষ্যমাত্রা। এর ফলে ভারতের সঙ্গে চিন ও আমেরিকার আর্থিক পার্থক্য অনেক কমে যাবে।
আর এই শতকের মধ্যেই ভারত আমেরিকা ও চিনের থেকে বেশি আর্থিক সম্পদশালী হয়ে উঠবে বলে মনে করেন তিনি। আগামী ৩ দশক নির্ধারিত করে দেবে দেশের ভবিষ্যৎ। এই শতকের মাঝামাঝি সময়ে চিনকে ছাড়িয়ে যাব আমরা।
তাঁর মতে, ভারত বিশ্বের সামনে সম্পূর্ণ ভিন্ন ও উন্নততর এক আর্থিক মডেল তুলে ধরবে, যার মূল বিষয়, সকলের কাছে উন্নয়নের সুফল সমানভাবে পৌঁছে দেওয়া।
২০২৪-এর মধ্যে ভারতের অর্থনীতি দ্বিগুণ বেড়ে হবে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার, বললেন মুকেশ অম্বানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Dec 2017 02:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -