নয়াদিল্লি:  বিল গেটস, যিনি প্রায় দুদশক ধরে বিশ্বের ধনীতম ব্যক্তির স্থানটি ধরে রেখেছিলেন, সম্প্রতি এসেছেন ভারত সফরে। তাঁর অভিজ্ঞতা, দূরদর্শীতা, জ্ঞান, যুগ যুগ ধরে বহু মানুষকে সমৃদ্ধ করেছে, যাঁরা বিভিন্ন সময় তাঁর সান্নিধ্যে এসেছেন। এইমুহূর্তে হয়তো বিশ্বের ধনীতম ব্যক্তির স্থানটি তাঁর থেকে চলে গিয়েছে জেফ বেজোসের দখলে, কিন্তু তাঁর লক্ষ্য, কৌতুকবোধ, প্যাশন এবং বিভিন্ন জীবন বদলে দেওয়ার মত ভাবনা, একইরকম ভাবে মানুষকে প্রভাবিত করেছে, করছে এবং করবে।

বিশ্বের এই প্রভূত ক্ষমতাশালী ব্যক্তির কাছেই জানতে চাওয়া হয়েছিল, ভারতের কোন ক্ষেত্রটায় তাঁর মনে হয় বিশাল পরিবর্তন প্রয়োজন, যেটা দেশকে পিছনের সারিতে আজও আটকে রেখেছে। এ প্রসঙ্গে গেটসের মত, বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও, শিক্ষা ক্ষেত্রে ভারতের উন্নতির হার মোটেই আশাব্যঞ্জক নয়, মত বিল গেটসের। তিনি মনে করেন, এই ক্ষেত্রে আরও অনেক বদল প্রয়োজন, অভিনবত্ব প্রয়োজন।

মোদীর স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে বিল গেটসের মত, বিশাল সংখ্যায় শৌচাগার তৈরি করা, অনেকটা ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলার মতো। কিন্তু মানুষকে বোঝাতে হবে সবচেয়ে আগে, এর প্রয়োজনীয়তা। এছাড়া ব্যবহার করতে শেখাতেও হবে, তবেই এই প্রকল্পের বাস্তবায়ন সম্ভব। তাঁর সংস্থা সমীক্ষা চালিয়ে দেখেছে, ভারতের কিছু জায়গায় স্বচ্ছ ভারত অভিযান দারুন ভাবে সফল, কিন্তু বেশ কিছু জায়গায় মানুষ শৌচাগারের প্রয়োজনীয়তা বিষয় কার্যত নির্লিপ্ত। সেই সমস্ত মানুষের মনোভাবে সবচেয়ে আগে পরিবর্তন আনা প্রয়োজন।

আধার এবং তার ফলে মানুষের গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ প্রসঙ্গে সম্প্রতি সারা দেশজুড়ে যে আলোচনা চলছে, সেপ্রসঙ্গে বিল গেটসের মত, প্রত্যেক মানুষের নিজের ব্যক্তিগত তথ্য গোপনের অধিকার আছে। কিন্তু আধার সেই গোপনীয়তার অধিকার লঙ্ঘিত করছে, সেকথা সম্পূর্ণ মানতে নারাজ বিল। তাঁর দাবি, আধার একটি বারো সংখ্যার লাই ডিটেক্টর। একজন মানুষের পরিচয়ের সত্যতা নিশ্চিত করে এই আধার। হয়তো বিভিন্ন অ্যাপলিকেশন লিঙ্ক যুক্ত রয়েছে আধারের সঙ্গে , কিন্তু কোনওটাই আধারের সিস্টেমের মধ্যে থাকে না, দাবি বিল গেটসের। আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করেন বিল গেটস।