নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের ধাঁচে এবার ভারতে চালু হল প্রথম ইন্টিগ্রেটেড ডিফেন্স কমিউনিকেশন নেটওয়ার্ক। এর ফলে দেশের সশস্ত্র বাহিনীর চারটি বিভাগ – স্থল, নৌ, বায়ুসেনা এবং স্পেশাল ফোর্সের মধ্যে সমন্বয় আরও বৃদ্ধি পাবে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে।


ডিফেন্স কমিউনিকেশন নেটওয়ার্ক (ডিসিএন) হল একটি কৌশলগত, উচ্চ সুরক্ষিত সিস্টেম যা দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়তে পারে। এই সিস্টেম লাদাখেও যেমন কাজ করবে, তেমনই উত্তর-পূর্বের প্রত্যন্ত অঞ্চল বা দ্বীপপুঞ্জেও সমান কার্যকরী হবে।

এদিন নয়াদিল্লির সাউথ ব্লকে এই সিস্টেমের শুভ সূচনা করেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। তিনি জানান, এই সিস্টেমকে সর্বদা সুরক্ষিত রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে,  ডিসিএন-এর সমস্ত প্রকার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর (এসওপি) অনুসরণ করা বাধ্যতামূলক, যাতে কোনওপ্রকার গাফিলতি না হয়।

পর্রীকর জানান, দেশের সামরিক বাহিনীর তিন প্রধান হাত -- স্থল, নৌ, বায়ুসেনার নিজস্ব কম্যান্ড, যোগাযোগ এবং গোয়েন্দা বিভাগ রয়েছে। কিন্তু, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই প্রথম সব হাতকে একসঙ্গে করা হল।

প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে এই নেটওয়ার্ক তৈরি করেছে এইচসিএল। এর মাধ্যমে উচ্চ গুণগতমানের ভয়েস (ধ্বনি), ভিডিও (চিত্র) এবং তথ্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ১১১টি প্রতিষ্ঠানের মধ্যে আদানপ্রদান হবে।

ভূমি হোক বা উপগ্রহ, যে কোনও মাধ্যমেই যোগাযোগ স্থাপনে সক্ষম ডিসিএন। এমনকী, প্রত্যেকটি সামরিক যানের সঙ্গেও যুক্ত থাকবে এই নেটওয়ার্ক।