ওয়াশিংটন: নোট বাতিলের ধাক্কায় ভারতের আর্থিক বৃদ্ধির হার কমতে পারে বলে এবার পূর্বাভাস দিল আইএমএফ। ২০১৬-১৭ অর্থবর্ষে বৃ্দ্ধির হার কমে হতে পারে ৬.৬ শতাংশ। নোট বাতিলের জেরে 'সাময়িক ঝঞ্ঝাটে'র কারণে বৃদ্ধির হার কমতে পারে বলে জানিয়েছে আইএমএফ।
বার্ষিক রিপোর্টে আইএমএফ বলেছে, অর্থনীতিতে নোট বাতিলের প্রভাব স্বল্পস্থায়ী এবং আগামী কয়েক বছরে এই বৃদ্ধির হার ঘুরে দাঁড়াবে এবং তা আট শতাংশের বেশিতে পৌঁছবে বলেও পূর্বাভাস আইএমএফের।
ভারত সম্পর্কে তাদের বার্ষিক রিপোর্টে আইএমএফ বলেছে, ২০১৬-র ৮ নভেম্বর নোট বাতিলের পর নগদের অভাব ও লেনদেন ব্যাহত হওয়ার ফলে মার খেয়েছে ব্যবসায়িক কাজকর্ম। কমেছে জিনিসপত্র কেনার হারও। এ কারণে বৃদ্ধির হার ধরে রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। ফলে ২০১৬-১৭ বৃদ্ধির হার কমে হতে পারে ৬.৬ শতাংশ। ২০১৭-১৮ তে ঘুরে দাঁড়াবে বৃদ্ধির হার এবং তা পৌঁছতে পারে ৭.২ শতাংশে।
উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবর্ষে বৃদ্ধির হার ছিল ৭.৬ শতাংশ।
রিপোর্টে আইএমএফ অবৈধ অর্থের লেনদেন কমানোর জন্য ভারতের উদ্যোগকে সমর্থন জানিয়েছে। একইসঙ্গে লেনদেন স্বাভাবিক করতে নগদের যোগান দ্রুত স্বাভাবিক করার ওপরও গুরুত্ব আরোপ করেছে আইএমএফ।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নোট বাতিলের ফলে ভারতের বৃদ্ধির হার কমে হবে ৬.৬ শতাংশ, পূর্বাভাস আইএমএফের
ABP Ananda, web desk
Updated at:
23 Feb 2017 10:29 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -