বেঙ্গালুরু: প্রত্যাশিতভাবেই অত্যন্ত সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করা হল ভারতের সর্বাধুনিক যোগাযোগ উপগ্রহ জিস্যাট-১৭।
বৃহস্পতিবার, ভোর পৌনে তিনটে নাগাদ (ভারতীয় সময়) ফ্রেঞ্চ গায়ানার কৌরু থেকে ইজরায়েল নির্মিত আরিয়ান-৫ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি জিস্যাট-১৭। ৩৯ মিনিট পর, নির্দিষ্ট কক্ষপথে ৩,৪৭৭ কেজির জিস্যাট-১৭ উপগ্রহকে প্রতিস্থাপন করা হয়।
ইসরোর তরফে জানানো হয়েছে, নতুন উপগ্রহটির আয়ু প্রায় ১৫ বছর। এদিন কর্নাটকের হাসানে ইসরোর মিশন কন্ট্রোল থেকে পুরো বিষয়টির ওপর নজর রাখা হচ্ছিল। উপগ্রহটি কক্ষপথে পৌঁছতেই উল্লাসে ফেটে পড়েন বিজ্ঞানীরা।
ইসরোর তরফে বলা হয়েছে, জিস্যাট-১৭ সঠিকভাবে কাজ করছে। বিভিন্ন ধরনের যোগাযোগের জন্য তাতে সি-ব্যান্ড, এক্সটেন্ডেড সি-ব্যান্ড ও এস-ব্যান্ড ট্রান্সপন্ডার রয়েছে। পাশাপাশি, আবহাওয়া সংক্রান্ত তথ্য পাঠানো এবং উপগ্রহ-নির্ভর খোঁজখবর ও উদ্ধারকার্য চালানোর প্রয়োজনীয় জিনিসও রয়েছে এই উপগ্রহে। এই কাজ আগে ইনস্যাট উপগ্রহর মাধ্যমে করা হতো।