পোর্টব্লেয়ার: টানা ১৫০ বছর সে ঘুমিয়েছিল। এবার আড়মোড়া ভেঙে উঠে আবার ধোঁয়া আর ছাই ওগরাচ্ছে। গোয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসেনোগ্রাফি এই খবর দিয়েছে।


পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার উত্তর পূর্বে এই ব্যারেন আগ্নেয়গিরি। ১৫০ বছর ঘুমের পর ১৯৯১ সাল থেকে তার মধ্যে আবার প্রাণের স্পন্দন দেখা যাচ্ছে। ২৩ জানুয়ারি বিজ্ঞানীদের একটি দল রিসার্চ শিপ আর ভি সিন্ধু সংকল্প থেকে আন্দামান অববাহিকায় সমুদ্রের বিভিন্ন নমুনা সংগ্রহ করছিল। তখন বিজ্ঞানীদের সামনেই পাশের ব্যারেন আগ্নেয়গিরি ছাই ওগরাতে শুরু করে। তাঁরা তখন আগ্নেয়গিরি থেকে মাইলখানেক সরে যান, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শুরু করেন। তাঁরা জানান, ৫ থেকে ১০ মিনিট পর পর অল্প অল্প করে লাভা আর ছাই উগরে দিচ্ছে সে।

দিনের বেলা শুধু ছাই বেরিয়ে আসছে আগ্নেয়গিরি থেকে। সন্ধের পর ছিটকে বার হচ্ছে লাল টকটকে লাভা। গলিত লাভা বেয়ে নামছে আগ্নেয়গিরির গা দিয়ে।

পরিষ্কার আকাশে ঠিক পাহাড়ের ওপর জমে আছে কয়েক খণ্ড মেঘ। আগ্নেয়গিরির ঘুম ভেঙেছে।