নয়াদিল্লি: ভারতের ধনীতম ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। এই নিয়ে গত দশ বছর প্রথম স্থানে থাকলেন তিনি। তাঁর মোট সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে ২.৫ লক্ষ কোটি টাকা (৩৮ বিলিয়ন ডলার)। দেশের আর্থিক সমস্যা  থাকলেও দেশের ধনীতম ১০০ জনের সম্পদের পরিমাণ ২৬ শতাংশ বেড়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছেন উইপ্রো-র আজিম প্রেমজি। তবে মুকেশ আম্বানির থেকে অনেকটাই পিছিয়ে তিনি। তাঁর সম্পদের পরিমাণ ১৯ বিলিয়ন ডলার। গত বছরের থেকে তালিকায় দুই ধার উঠে এসেছেন তিনি। ফোর্বস ম্যাগাজিনের 'ধনী ভারতীয়দের তালিকা ২০১৭'-তে

সান ফার্মার দিলীপ সাংভি গতবারের দ্বিতীয় স্থান থেকে নেমে গিয়েছেন নবম স্থানে (১২.১ বিলিয়ন ডলার)।

ম্যাগাজিনটি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক 'পরীক্ষা-নিরীক্ষা'য় ভারতের ধনীতমদের ওপর একেবারেই কোনও প্রভাব পড়েনি। এক্ষেত্রে তেল ও গ্যাস শিল্পের মালিক মুকেশ আম্বানি কার্যত তালিকার অন্যান্যদের ধরাছোঁয়ার বাইরে। গত বছরের ১৫.৩ বিলিয়ন ডলার থেকে তাঁর সম্পদের পরিমাণ ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সূত্রে এশিয়া মহাদেশের ধনীতম পাঁচজনের মধ্যে একজন মুকেশ আম্বানি।

মুকেশের ছোট ভাই অনিল আম্বানি তালিকায় রয়েছেন ৪৫ তম স্থানে। সম্পদের পরিমাণ ৩.১৫ বিলিয়ন। ২০১৬-তে তালিকায় তাঁর স্থান ছিল ৩২ তম। তার আগের বছর ২৯ তম স্থানে ছিলেন তিনি।

যোগগুরু রামদেবের ঘনিষ্ঠ পতঞ্জলি আয়ুর্বেদের আচার্য বালকৃষ্ণ গত বছরের ৪৮ তম স্থান থেকে এ বছরের তালিকায় ১৯ তম স্থানে উঠে এসেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪৩,০০০ কোটি (৬.৫৫)।

ম্যাগাজিন বলেছে, ভারতের আর্থিক সমস্যা স্বত্ত্বেও ফোর্বস ইন্ডিয়ার  ২০১৭-র ধনীতমদের তালিকায় যাঁরা রয়েছেন তাঁদের সম্পদের পরিমাণ বেড়েছে। তাঁদের মোট সম্পদ ২৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে  ৩১ লক্ষ কোটি টাকা (৪৭৯ বিলিয়ন ডলার)।

ম্যাগাজিনে আরও বলা হয়েছে, গত জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে ভারতের বৃদ্ধির হার গত তিন বছরে সর্বনিম্ন ৫.৭ শতাংশ হয়েছে। নোট বাতিল ও জিএসটি চালুর ধাক্কায় আর্থিক হারের এই পতন। এ সত্ত্বেও শেয়ার সূচক নয়া মাত্রায় পৌঁছেছে এবং ভারতের ধনীতম ১০০ জনের আর্থিক লাভ হয়েছে।

ফোর্বসের তালিকায় তৃতীয় স্থানে হিন্দুজা ব্রাদার্স। সম্পদের পরিমাণ ১৮.৪ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে লক্ষ্মী মিত্তাল (১৬.৫ বিলিয়ন ডলার)। পালোনজি মিস্ত্রি পঞ্চম স্থানে।