নয়াদিল্লি: করোনা অতিমারীর কোপ এবার সুইগিতে।  জোম্যাটোউবারের পর এবার চাকরি হারাতে চলেছেন প্রায়  ১১০০ সুইগি কর্মী। সোমবার সংস্থার বেঙ্গালুরু হেড কোয়াটার্রের তরফে প্রকাশিত বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছেকরোনা অতিমারীর কারণে 'বিশাল ক্ষতির মুখে পড়তে হয়েছে সংস্থাকে'। ফলে আগামী কয়েকদিনের মধ্যে ছাঁটাই করা হবে ১১০০ কর্মীকে।


সুইগির সহ-প্রতিষ্ঠাতা শ্রীহর্ষ মাজেতি জানানকরোনার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুইগির ব্যবসা। তাঁর ব্লগ সুইগি ডিজাইন-এ তিনি লেখেন, ‘আজ সুইগির জন্যে খুবই দুঃখের দিন। ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে আমাদের ডাউনসাইজিং শুরু করতে হচ্ছে। আগামী কয়েকদিনে বিভিন্ন শহরে নানা পদে এবং স্তরে কর্মরত প্রায় ১১০০ কর্মীকে বিদায় জানাতে হবে। কোভিডের প্রভাব আগামী দিনে ডেলিভারি ব্যবসা এবং ডিজিটাল কমার্সে কীভাবে পড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়। ধোঁয়াশা দীর্ঘদিন থেকে যাবে। এমন অবস্থায় আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য় হচ্ছি। আরও বড় কোনও ধাক্কা খাওয়ার আগে সংস্থার খরচ যতটা সম্ভব কমিয়ে ফেলতে হবে।’ তিনি আরও বলেন, 'করোনার জন্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ক্লাউড কিচেন ব্যবসায়। ফলে অনেক কিচেনই সাময়িক বা পাকাপাকি বন্ধ করে দিতে হয়েছে।'

https://medium.com/swiggydesign

মাজেতি জানানযে সমস্ত কর্মীকে ছাঁটাই করা হবে, তাঁদের এই বছরের শেষ পর্যন্ত দুর্ঘটনা বিমা ও শারীরিক ও মানসিক চিকিৎসায় সাহায্য করা হবে। তিনি আরও জানানকারও পারফরমেন্সের ভিত্তিতে এই ছাঁটাই হবে না। এতদিনের চেষ্টায় সুইগি যে নিজের ব্যবসায় প্রচুর সাফল্য পেয়েছে, সেই জায়গা থেকে  এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যে খুব কঠিন তাও লেখেন  শ্রীহর্ষ।

প্রসঙ্গতকিছুদিন আগেই করোনা পরিস্থিতিতে মাত্র ৩ মিনিটের একটা ভিডিয়ো কলের মাধ্যমে উবার সংস্থার ৩,৭০০ কর্মীকে ছাঁটাই করা হয়।