সুইগির সহ-প্রতিষ্ঠাতা শ্রীহর্ষ মাজেতি জানান, করোনার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুইগির ব্যবসা। তাঁর ব্লগ সুইগি ডিজাইন-এ তিনি লেখেন, ‘আজ সুইগির জন্যে খুবই দুঃখের দিন। ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে আমাদের ডাউনসাইজিং শুরু করতে হচ্ছে। আগামী কয়েকদিনে বিভিন্ন শহরে নানা পদে এবং স্তরে কর্মরত প্রায় ১১০০ কর্মীকে বিদায় জানাতে হবে। কোভিডের প্রভাব আগামী দিনে ডেলিভারি ব্যবসা এবং ডিজিটাল কমার্সে কীভাবে পড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়। ধোঁয়াশা দীর্ঘদিন থেকে যাবে। এমন অবস্থায় আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য় হচ্ছি। আরও বড় কোনও ধাক্কা খাওয়ার আগে সংস্থার খরচ যতটা সম্ভব কমিয়ে ফেলতে হবে।’ তিনি আরও বলেন, 'করোনার জন্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ক্লাউড কিচেন ব্যবসায়। ফলে অনেক কিচেনই সাময়িক বা পাকাপাকি বন্ধ করে দিতে হয়েছে।'
https://medium.com/
মাজেতি জানান, যে সমস্ত কর্মীকে ছাঁটাই করা হবে, তাঁদের এই বছরের শেষ পর্যন্ত দুর্ঘটনা বিমা ও শারীরিক ও মানসিক চিকিৎসায় সাহায্য করা হবে। তিনি আরও জানান, কারও পারফরমেন্সের ভিত্তিতে এই ছাঁটাই হবে না। এতদিনের চেষ্টায় সুইগি যে নিজের ব্যবসায় প্রচুর সাফল্য পেয়েছে, সেই জায়গা থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যে খুব কঠিন তাও লেখেন শ্রীহর্ষ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই করোনা পরিস্থিতিতে মাত্র ৩ মিনিটের একটা ভিডিয়ো কলের মাধ্যমে উবার সংস্থার ৩,৭০০ কর্মীকে ছাঁটাই করা হয়।