নয়াদিল্লি: করোনা সংক্রমণ প্রতিরোধ করতে দেশ জুড়ে প্রায় দেড় মাসের লকডাউন চলছে। যার জেরে ক্রমশ বাড়ছে বেকারত্ব। সম্প্রতি সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)-র রিপোর্ট জানিয়েছে, ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত দেশের বেকারত্বের হার ২৭.১১ শতাংশে পৌঁছেছে।
মুম্বইয়ের ওই সংস্থা জানিয়েছে, শহরাঞ্চলেই বেকারত্বের হার সবচেয়ে বেশি, ২৯.২২ শতাংশ। কোভিড ১৯ আক্রান্ত রোগী থাকায় শহরের অধিকাংশই রেড জোন। গ্রামাঞ্চলে বেকারত্বের হার ২১.৪৫ শতাংশ। সিএমআইই-এর রিপোর্ট বলছে, চলতি বছরের মার্চ মাসে বেকারত্বের হার ছিল ৮.৭৪ শতাংশ। এপ্রিলে তা গিয়ে দাঁড়ায় ২৩.৫২ শতাংশ।
রাজ্যভিত্তিক বেকারত্বের হার বিশ্লেষণ করলে দেখা যাবে পুদুচেরির বেকারত্বের হার ৭৫.৮ শতাংশ। তামিলনাড়ুতে বেকারত্বের হার ৪৯.৮ শতাংশ। ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্রের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৪৭.১ শতাংশ, ৪৬.৬ শতাংশ এবং ২০.৯ শতাংশ। তবে পাহাড়াঞ্চলে এই হার কিছুটা স্বস্তিদায়ক। রিপোর্ট বলছে, হিমাচলপ্রদেশে বেকারত্বের হার ২.২ শতাংশ। সিকিমে সেই হার ২.৩ শতাংশ। উত্তরাখণ্ডে ৬.৫ শতাংশ।
করোনা লকডাউনের জের, দেশে বেকারত্বের হার ২৭.১১ শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 May 2020 03:32 PM (IST)
তবে পাহাড়াঞ্চলে এই হার কিছুটা স্বস্তিদায়ক। রিপোর্ট বলছে, হিমাচলপ্রদেশে বেকারত্বের হার ২.২ শতাংশ। সিকিমে সেই হার ২.৩ শতাংশ। উত্তরাখণ্ডে ৬.৫ শতাংশ।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -