ইন্দৌর: দেশবিরোধী কার্যকলাপ, বিদ্বেষমূলক বক্তৃতা, প্রশিক্ষণ শিবির চালানো এবং জাতীয়তা-বিরোধী লেখালিখির দায়ে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার (সিমি) মাথা সফদর নাগোরি সহ ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল ইন্দৌর জেলা আদালত। ১১ জনের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় দেশদ্রোহিতার অভিযোগ প্রমাণিত হয়েছে। এই মামলাতেই অভিযুক্ত মনুরোজ জামিনে মুক্ত ছিল। তাকেও হেফাজতে নেওয়া হয়েছে।
নাগোরিদের এই রায় ঘিরে আজ সকাল থেকেই উত্তেজনা থাকায় ইন্দৌর আদালতে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সরকারি আইনজীবী বিমল মিশ্র বলেছেন, ২০০৮ সালের ২৬ মার্চ প্রচুর অস্ত্র সহ ১১ জন সিমি জঙ্গিকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে তাদের বাড়ি থেকে আপত্তিজনক সিডি, দেশবিরোধী নথিপত্র উদ্ধার হয়। এতদিন ধরে বিচার চলার পর আজ রায় ঘোষণা হল।
দেশবিরোধী কার্যকলাপের দায়ে সিমি চাঁই সফদর নাগোরি সহ ১১ জনের যাবজ্জীবন
Web Desk, ABP Ananda
Updated at:
27 Feb 2017 01:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -