মুম্বই: তাঁকে মারধর করা হয়েছে বলে জেল আধিকারিকদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন শীনা বরা হত্যামামলায় অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। অভিযোগের ভিত্তিতে ইন্দ্রাণীকে বুধবার আদালতে পেশ করতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারক।


অভিযুক্তের আইনজীবী গুঞ্জন মঙ্গলা আদালতে জানান, তিনি যখন তাঁর মক্কেলের সঙ্গে জেলে দেখা করতে যান, তখন ইন্দ্রাণী জানান, তাঁকে মারধর করা হয়েছে। গুঞ্জনের দাবি, ইন্দ্রাণীর হাতে, পায়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।


আইনজীবীর আরও দাবি, ইন্দ্রাণী জানিয়েছেন, তাঁকে অকথ্য গালিগালাজও করেন জেল সুপার সহ অন্যান্য আধিকারিকরা। এই প্রেক্ষিতে, জেল কর্তৃপক্ষকে আদালত নির্দেশ দিয়েছে আগামীকাল শীনা বরা হত্যাকাণ্ডের অভিযুক্তকে পেশ করতে।


প্রসঙ্গত, মুম্বইয়ের বাইকুলা জেলে বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন ইন্দ্রাণী। খবরে প্রকাশ, গত শুক্রবার সেখানে মঞ্জু গোবিন্দ নামে এক মহিলা কয়েদির মৃত্যু ঘিরে শনিবার জেলের মধ্যেই বিক্ষোভ প্রদর্শন করে অন্যান্য বন্দিরা। জানা যায়, অনেকে জেলের ছাদে উঠে পড়ে, অনেকে কাগজ জ্বালিয়ে প্রতিবাদ জানায়।


এরপরই, ইন্দ্রাণী সহ জেলের ২০০ জন কয়েদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাগপদা পুলিশ। তাদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, সংঘর্ষ বাঁধানো, সরকারি আধিকারিককে মার সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।