নয়াদিল্লি: ইনফিনিক্স মোবাইল তাদের প্রথম ফুল ভিসন ডিসপ্লে স্মার্টফোন Hot S3 নিয়ে এল ভারতের বাজারে। দাম ৮,৯৯৯ টাকা। ইনফিনিক্স Hot S3 ফ্লিপকার্টে পাওয়া যাবে এবং এর বিক্রি ১২ ফেব্রুয়ারি দুপুর ২ টো থেকে শুরু হবে।
ইনফিনিক্স Hot S3 -তে রয়েছে ৫.৬৫ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন। স্ক্রিন টু বডি রেশিও ৮১ শতাংশ। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ডুয়াল সফ্ট লাইট এলইডি ফ্ল্যাশ সহ ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
হং কংয়ের এই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার Hot S3-এ রয়েছে কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৪৩০ অক্টাকোর প্রোসেসর। Hot S3স্মার্টফোন ৩ জিবি র‌্যাম , ৩২ স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম, ৬৪ স্টোরেজ-এই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। প্রথম ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ এবং দ্বিতীয় ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। দুটি ফোনেরই এক্সপ্যান্ডেবল মেমরি ১২৮ জিবি।

অপটিক্সের কথা বলতে গেলে এই স্মার্টফোনে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই ক্যামেরা

এর ব্যাটারি 4,000mAh । এই স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 8.0 ওরিও ওএস যা কোম্রানির ইন-হাউস XOS Hummingbird V3.0 UI-এ চলবে।