নয়াদিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স দফতরকে কারও কালো টাকা বা বেনামি সম্পত্তির হদিস দিতে পারলে আপনি ৫ কোটি টাকা পর্যন্ত পুরস্কার পেতে পারেন।


চলতি সপ্তাহেই শুরু হয়েছে ইনকাম ট্যাক্স ইনফরম্যান্ট রিওয়ার্ড স্কিম ২০১৮। এই প্রকল্পের আওতায় ইনফর্মার এর চেয়েও বেশি পরিমাণ পুরস্কার-মূল্য পেতে পারেন, যদি তিনি ২০১৫ সালের কালো টাকা আইনের আওতায় কারও অঘোষিত বিদেশে রাখা সম্পত্তির পরিমাণ দিতে পারেন।


আয়কর দফতরের কাছে অবৈধ ফান্ড সংক্রান্ত যে কোনও তথ্য দিতে নাগরিকদের উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এই নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে। এর আগে, ২০০৭ সালের নির্দেশিকা অনুযায়ী, খোঁজ দেওয়া বকেয়া করের মোট পরিমাণের ৫ শতাংশ এবং সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত অন্তর্বর্তী পুরস্কার পেতেন তথ্য সরবরাহকারী। সব শেষে ওই হার বেড়ে দাঁড়াত ১০ শতাংশ বা সর্বাধিক ১০ লক্ষ টাকা।


তবে, নতুন স্কিমের আওতায় ১ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত হলে, পুরস্কারের সর্বাধিক মূল্য হবে ১০ লক্ষ টাকা। তবে, অন্তর্বর্তী পুরস্কার মূল্য ১৫ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছতে পারে। চূড়ান্ত পুরস্কার মূল্য বকেয়া করের ৫ শতাংশ বা সর্বাধিক ৫০ লক্ষ টাকা। আবার, বিদেশে অঘোষিত সম্পত্তির ক্ষেত্রে অন্তর্বর্তী পুরস্কার মূল্য বকেয়া করের ৩ শতাংশ বা সর্বাধিক ৫০ লক্ষ টাকা। চূড়ান্ত পুরস্কার মূল্য বকেয়া করের ১০ শতাংশ বা সর্বাধিক ৫ কোটি টাকা।


আয়কর দফতর জানিয়েছে, তথ্যের ভিত্তিতে যদি বকেয়া কর উদ্ধার করা সম্ভব হয়, তাহলে, তথ্য সরবরাহকারী উভয় আর্থিক পুরস্কার (অন্তর্বর্তী ও চূড়ান্ত), দুই-ই পাবেন।