নয়াদিল্লি: সাধারণত দল বেঁধেই থাকে বানর-বাহিনী। পরস্পরের মধ্যে সম্পর্ক, স্নেহ-ভালোবাসার ক্ষেত্রে মানুষের থেকে খুব একটা পিছিয়ে নেই তারা। আর বিশেষ করে শাবকদের প্রতি তাদের স্নেহ-মমতার কথা সবারই জানা।
মনুষ্য সমাজে কোনও শিশু অসুস্থ হলে পরিবারের সবার উদ্বিগ্ন হয়ে পড়ে। শিশুকে সবাই আগলে রাখার চেষ্টা করেন। শাখামৃগকূলেও এর ব্যতিক্রম হয় না। সম্প্রতি এমনই একটি ঘটনা দেখা গেল। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, অসুস্থ এক বাঁদর ছানাকে উদ্ধার করে চিকিত্সার জন্য উদ্ধার কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। সেখানে তার চিকিত্সা চলছিল। ওই বাঁদরছানাকে অনুসরণ করে উদ্ধার কেন্দ্রে চলে আসে তার পরিবারের সদস্যরা। সেখানকার ছাদে প্রায় এক সপ্তাহ ডেরা বেঁধে অপেক্ষা করছিল তারা। তারপর বাঁদর ছানাটিকে সুস্থ করে ফিরিয়ে দিতে যে প্রতিক্রিয়া দেখা গেল, তা মন ছুঁয়ে যাওয়ার মতো। বাঁদর পরিবারের একজন পরম মমতায় বুকে টেনে নেয় ছানাটিকে।