নয়াদিল্লি: তাজমহলের সাদা পাথরের রং বদলে সবজে-কালো হয়ে যাচ্ছে। যমুনা নদীর ধারে আবর্জনা জমা হওয়ার ফলে সৃষ্টি হওয়া দূষণ এবং জলের গতি রুদ্ধ হয়ে যাওয়ার জেরে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই সৌধের গায়ে একটি বিশেষ ধরনের পোকা বাসা বেঁধেছে। এর ফলেই ক্ষতি হচ্ছে তাজের।
ইউনেস্কোর বিচারে বিশ্বের অন্যতম হেরিটেজ সাইটের এই দুর্দশায় নড়েচড়ে বসেছে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল। পরিবেশ ও বন মন্ত্রক, উত্তরপ্রদেশ সরকার, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সংস্থাকে নোটিশ দিয়েছেন গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি স্বতন্ত্র কুমার।
আগ্রার বাসিন্দা পরিবেশকর্মী ডি কে যোশীর আবেদনের পরিপ্রেক্ষিতেই তাজমহল বাঁচানোর উদ্যোগ নিয়েছে গ্রিন ট্রাইব্যুনাল। যোশী বলছেন, তাজমহলের কাছেই যমুনা নদীতে আবর্জনা জমা করছে পুরসভা। এর ফলে নদীর জলের গতি স্তব্ধ হয়ে গিয়েছে। এক বিশেষ প্রজাতির পোকার হানায় তাজমহলের দেওয়ালের ক্ষতি হচ্ছে। জলের মান খারাপ হলে এবং দূষণ হলেই এই পোকার জন্ম হয়। তাজমহলের ক্ষেত্রেও সেটাই হচ্ছে।
বিশ্বজুড়ে প্রেমের প্রতীক হিসেবে চিহ্নিত এই সৌধের দূষণ রোধ করার জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা কেন্দ্র ও রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দিয়েছে গ্রিন ট্রাইব্যুনাল।
যমুনায় ময়লা জমে তাজমহলে পোকার হানা, সরকারকে নোটিশ গ্রিন ট্রাইব্যুনালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 May 2016 02:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -