নয়াদিল্লি: মাদার টেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটির সবকটি অনাথাশ্রমের পরিস্থিতি এখনই খুঁটিয়ে দেখা হোক। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গাঁধী সবকটি রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছেন। মিশনারিজ অফ চ্যারিটির অনাথাশ্রম থেকে শিশু বিক্রির অভিযোগ প্রকাশ্যে আসায় এই নির্দেশ দিয়েছেন তিনি।


মানেকার আরও নির্দেশ, সবকটি রাজ্যকে দেখতে হবে, যাতে ১ মাসের মধ্যে সমস্ত অনাথাশ্রমের নাম নথিবদ্ধ হয় ও দেশের সর্বোচ্চ দত্তক নেওয়া সংক্রান্ত প্রতিষ্ঠানের আওতায় আসে। মন্ত্রক বলেছে, জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন) অ্যাক্ট, ২০১৫ অনুযায়ী সব হোমের নথিবদ্ধ হওয়া অত্যাবশ্যক, সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটির আওতায় আসাও। কিন্তু কিছু অনাথাশ্রম আইনের এই ধারাটি অমান্য করছে।

ঝাড়খণ্ডে মিশনারিজ অফ চ্যারিটির একটি অনাথাশ্রম থেকে শিশু পাচারের অভিযোগ উঠেছে। অভিযোগ, মিশনের সন্ন্যাসিনী এর সঙ্গে যুক্ত। এর প্রেক্ষিতেই মানেকা এই নির্দেশ দিয়েছেন।

রাঁচিতে মিশনারিজ অফ চ্যারিটির একটি অনাথাশ্রম থেকে ৩টি শিশু বিক্রির অভিযোগ উঠেছে, দিয়ে দেওয়া হয়েছে আরও একটি শিশুকে।