নয়াদিল্লি: ১৬ জুলাই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তঃরাজ্য সম্পর্ক, অভ্যন্তরীণ নিরাপত্তা, তফসিলি জাতি ও উপজাতিদের ওপর অত্যাচার সহ  একাধিক ইস্যু নিয়ে সেখানে আলোচনা হবে। দশ বছর বাদে ডাকা আন্তঃরাজ্য কাউন্সিলের বৈঠকে স্কুল শিক্ষা, সুশাসন, আধার কার্ড, আর্থসামাজিক পরিকল্পনার মতো বিষয়ও সেখানে উঠবে বলে জানিয়েছেন এক সরকারি অফিসার।


শেষ এই কাউন্সিলের বৈঠক হয় ২০০৬ সালে। পূর্বতন কেন্দ্রের ইউপিএ সরকার তাদের দশ বছরের শাসনে মাত্র দু বার এর বৈঠক ডেকেছিল। ২০১৪ সালের মে মাসে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর কাউন্সিলের পুনরুজ্জীবন হয়। গত ১ বছরে দেশের বিভিন্ন প্রান্তে পাঁচটি আঞ্চলিক কাউন্সিল বৈঠকের সবগুলিতেই পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

কাউন্সিলের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। তাঁর ৬ সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী রাজনাথ সিংহ, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, এম বেঙ্কাইয়া নাইডু, নিতীন গড়করী, মনোহর পর্রিকরকে তিনি এর সদস্য হিসাবে মনোনীত  করেছেন। কাউন্সিলের স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন অন্য ১১ জন মন্ত্রী।  সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা কাউন্সিলের সদস্য। তাঁরা সেখানে নানা ইস্যুতে নিজেদের মতামত, অসন্তোষও জানাতে পারেন। যেমন একাধিক ইস্যুতে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়ানো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বৈঠকে হাজির থেকে নিজের মত জানাতে পারবেন।