নয়াদিল্লি: আজ তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবস। লখনউয়ে রমাবাই আম্বেডকর ময়দানে বিশেষ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত  ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল রাম নাইক। ভারত সহ বিশ্বের ১৫০ টি দেশে যোগ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যোগ দিবস উপলক্ষ্যে গুজরাতের আমদাবাদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ, মুখ্যমন্ত্রী রূপানি। ছিলেন যোগগুরু রামদেবও।


লখনউয়ের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর যোগাভ্যাস করেন প্রধানমন্ত্রী।





শরীর, মন, আত্মার মেলবন্ধন গড়ে তুলতে সক্ষম যোগ। সমগ্র ভাষা ও সংস্কৃতির বাধা সরিয়ে বিশ্বকে একসূত্রে বাঁধতে যোগ বড় ভূমিকা নিয়েছে। তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে লখনউয়ের রামাবাই আম্বেডকর ময়দানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  এ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জোর দিয়ে বলেছেন, এই সুপ্রাচীন প্রথা এখন প্রত্যেকের জীবনের অঙ্গ হয়ে উঠেছে।

মোদী আরও বলেছেন, বিশ্বে অনেক দেশ রয়েছে যারা ভারতের ভাষা, ঐতিহ্য বা সংস্কৃতি সম্পর্কে জানে না। কিন্তু শুধুমাত্র যোগের মাধ্যমেই ওই দেশগুলির সঙ্গে ভারতের যোগসূ্ত্র গড়ে উঠছে।

অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার অংশগ্রহণকারীর সঙ্গে যোগ চর্চা করেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, দিনের ২৪ ঘন্টা ধরেই যোগ করার প্রয়োজন হয় না। মাত্র ৫০ থেকে ৬০ মিনিটের চর্চাতেই দেহ, মন ও বুদ্ধিমত্তার মেলবন্ধন ঘটে।

মোদী শুধু শারীরিক সুস্থতাই নয়, যোগের মাধ্যমে সুস্থচেতনা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন,   খাবারে যেমন নুন স্বাদ এনে দেয়, তেমনি তা শরীররক্ষার ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের জীবনে যোগেরও একই ধরনের ভূমিকা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, যোগ অনেকটা স্বাস্থ্যবীমার মতো। এর চর্চাও ব্যয়বহুল নয়।

যোগকে জীবনের অঙ্গ করে নেওয়ার আর্জিও তিনি জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, গত তিন বছরে বহু যোগ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যোগ প্রশিক্ষকদের চাহিদা বাড়ছে।

আদিত্যনাথ তাঁর ভাষণে বলেন, প্রধানমন্ত্রীর জন্যই আজ সারা বিশ্ব যোগ দিবস পালন করছে।