নয়াদিল্লি: ভারতীয় অর্থনীতির অবস্থা যথেষ্ট ভাল। তাই করছাড় দিয়ে বিনিয়োগ টানা এই মুহূর্তে নিষ্প্রয়োজন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এ কথা বললেন। তাঁর কথায়, পুরনো ইন্দো- মরিশাস কর চুক্তি পরিমার্জনা হচ্ছে ঠিকই কিন্তু তার মানে এই নয়, যে বিনিয়োগকারীরা কর দেওয়ার ভয়ে অন্য দেশে বিনিয়োগ করবেন। অর্থনীতি এখন যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে।
মরিশাসের সঙ্গে ৩৪ বছরের পুরনো কর চুক্তি পুনর্লোচনা করার জন্য বেশ কয়েক বছর ধরে চিন্তাভাবনা করছে দিল্লি। মরিশাস হয়ে যে সব বিনিয়োগ এ দেশে এসেছে, অবশেষে তাদের ওপর ক্যাপিটাল গেইনস ট্যাক্স বা মূলধনী কর ধার্য করা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বিষয়টি সতর্কভাবে লক্ষ রাখছেন, অনেকেরই ধারণা, করছাড় পাওয়ার রাস্তাগুলি ভারত সরকার বন্ধ করে দিলে এ দেশে বিনিয়োগ টানা কঠিন হয়ে পড়বে। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে জেটলি মন্তব্য করেছেন, বাজারকে কাজ করতে হবে ভারতীয় অর্থনীতির নিজস্ব শক্তির ভিত্তিতেই। বিনিয়োগকারীদের কর ছাড়ের সুযোগ দিতে মরিশাস চুক্তি যখন স্বাক্ষরিত হয়, তখন অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগকারীদের টানার চেষ্টা করছিল ভারত। কিন্তু এখন অর্থনীতি রীতিমত ভাল অবস্থায়, ফলে যাঁরা উপার্জন করছেন, তাঁদের কর অবশ্যই দিতে হবে।
১৯৯১-এ ভারত খোলা জানালা নীতি নেওয়ার প্রায় এক দশক আগে মরিশাসের সঙ্গে কর চুক্তি করে ভারত। এ দেশে প্রতি বছর যা সরাসরি বিদেশি বিনিয়োগ হয়, তার সিংহভাগই আসে মরিশাস থেকে।