নয়াদিল্লি: সিবিআই হেফাজতে থাকা কার্তি চিদম্বরমকে বাড়ির খাবার আনার অনুমতি দেয়নি আদালত। তাই বাইরে থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে রেস্তোরাঁ থেকে খাবার আনাচ্ছেন পি চিদম্বরম-পুত্র। এমনই খবর সংবাদমাধ্যম সূত্রে।


আইএনএক্স মিডিয়া ঘুষ মামলায় কার্তি চিদম্বরমকে পাঁচদিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে দিল্লির বিশেষ পাতিয়ালা হাউস আদালত। আদালতের নির্দেশ, প্রতিদিন সকালে একঘণ্টা ও বিকেলে এক ঘণ্টা কার্তির সঙ্গে দেখা করতে পারবেন তাঁর আইনজীবী। তিনি চিকিৎসকের পরামর্শমতো ওষুধ নিতে পারবেন। তবে, বাড়ির খাবার আনাতে পারবেন না। খবরে প্রকাশ, এরপরই হেফাজত থেকেই বায়নাক্কার জুড়ে দিয়েছেন কার্তি। জানা গিয়েছে, সুইগি-জোম্যাটোর মতো অ্যাপের মাধ্যমে রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার দেওয়ার আব্দার করেছেন তিনি।


প্রসঙ্গত, গত বুধবার, দেশে ফেরার পরই, চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার হন কার্তি। বৃহস্পতিবার তাঁকে পাঁচদিনের সিবিআই হেফাজতে পাঠায় আদালত। অভিযোগ, ২০০৭ সালে পিটার মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের মালিকানাধীন আইএনএক্স মিডিয়াকে ফরেন ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স বোর্ড-এর ক্লিয়ারেন্স পাইয়ে দেওয়ার জন্য তিনি ৩.৫ কোটি টাকা নিয়েছিলেন।