নয়াদিল্লি: সিয়াচেনের কঠিন, বিপদসংকূল পরিবেশে অতন্দ্র প্রহরী হয়ে সীমান্ত রক্ষায় সদাজাগ্রত সেনা জওয়ানদের ১৮ আগস্ট রাখী পরাবেন স্মৃতি ইরানি। তিনি ওইদিন যাবেন সিয়াচেনের বেস ক্যাম্পে। এ কথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর।


কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতিই শুধু নন, বিজেপি নেতৃত্বের সিদ্ধান্ত, রাখী বন্ধনে যোগ দিতে হবে দলের যে নেত্রীরা কেন্দ্রে মন্ত্রী হয়েছেন, তাঁদের সবাইকে। দলের সাংসদদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ওইদিন দেশের সীমান্ত এলাকাগুলিতে গিয়ে সেনা জওয়ানদের হাতে রাখি বেঁধে তাঁদের সঙ্গে দিনটি পালন করতে নির্দেশ দিয়েছে বিজেপি।

সেইমতো কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল রাখী বন্ধন পালন করবেন রাজস্থান সীমান্তে জয়শলমির সীমান্তে গিয়ে। কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গাঁধী সেদিন যেতে পারেন পঞ্জাব সীমান্তে।

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, জল সম্পদমন্ত্রী উমা ভারতীও সীমান্তে গিয়ে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে রাখী বন্ধন কর্মসূচিতে যোগ দেবেন। নরেন্দ্র মোদী সরকারের সীমান্ত পাহারা দেওয়া জওয়ানদের কাছে পৌঁছনোর প্রয়াস হিসাবে এই কর্মসূচিতে সামিল হবেন আরও দুই কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামানি, স্বাধ্বী নিরঞ্জন জ্যোতিও।