আধার আইন কি সংবিধানসম্মত? আজ সুপ্রিম কোর্টে শুনানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Nov 2017 10:57 AM (IST)
নয়াদিল্লি: আধার আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে আজ শীর্ষ আদালতে শুনানি। বিচারপতি জে চেলমেশ্বরের নেতৃত্বে একটি বেঞ্চে এই শুনানি হবে। কর্নাটকের বাসিন্দা ম্যাথু টমাস আধার আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন। তাঁর বক্তব্য, এই আইন গোপনীয়তার অধিকারকে খণ্ডন করছে, বায়োমেট্রিক প্রক্রিয়াও ঠিকমত কাজ করছে না। এছাড়াও নানা জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধে পেতে আধার অত্যাবশ্যক করা সংক্রান্ত কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। কেন্দ্র ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টে জানায়, জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধে পেতে আধার সংযুক্তিকরণের শেষ দিন পিছিয়ে ৩১ মার্চ, ২০১৮ করেছে তারা। যাঁরা এখনও আধার নম্বর পাননি, তাঁরা এই সময়ের মধ্যে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। কয়েকজন আবেদনকারীর দাবি, আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত করা বেআইনি ও অসাংবিধানিক। সরকার এভাবে নাগরিকদের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর যুক্ত করতে বাধ্য করতে পারে না। সিবিএসই যেভাবে পরীক্ষায় বসার জন্য ছাত্রছাত্রীদের আধার কার্ড বাধ্যতামূলক করেছে তারও বিরোধিতা করেছেন তাঁরা। অল্পদিন আগে ৯ বিচারপতির এক সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিয়েছে, গোপনীয়তার অধিকার সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত।