গোরক্ষপুর: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথ শপথগ্রহণ করা ইস্তক, তাঁর জীবনধারা নিয়ে বহু অভিযোগ উঠেছে। বিরোধীদের দাবি, ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জীবনযাপন করতেই পছন্দ করেন মুখ্যমন্ত্রী।


যদিও, গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরে আদিত্যনাথের বাসায় গিয়ে যে চিত্র উঠে এল তাতে অভিযোগ ও বাস্তব চিত্রের মধ্যে বিস্তর ফারাক। এক ঝলকে দেখে নেওয়া যাক যোগী আদিত্যনাথের রোজনামচা—



বহু বছর ধরেই এই মন্দিরই যোগী আদিত্যনাথের ঘর। এখানে একটি স্কুল রয়েছে। সেখানে নিয়মিত পঠনপাঠন হয়। মন্দিরের হেঁসেলে পড়ুয়াদের খাওয়ার ব্যবস্থা করা হয়।


আদিত্যনাথের দিন শুরু হয় ভোর চারটে। প্রথমে প্রার্থনাগৃহে গিয়ে প্রার্থনা করেন। তারপর, গোশালায় গিয়ে নিজের হাতে গরুদের প্রসাদ খাওয়ান।



মন্দিরের এক পুরোহিত জানান, গোশালা হয়ে আদিত্যনাথ প্রতিদিন যান সংলগ্ন পুকুরপাড়ে হাঁটেন। তারপর, মন্দির চত্বরেই জন-দরবারে বিভিন্ন লোকের অভিযোগ-অনুযোগ শোনেন তিনি। তাঁদের সমস্যা মেটানোর চেষ্টা করেন।



যোগী আদিত্যনাথের ঘরে গিয়ে দেখা গিয়েছে, সেখানে কোনও বাতানুকূল যন্ত্র নেই। এমনকী, গোটা মন্দিরের কোনও ঘরেই বাতানুকূল যন্ত্র নেই।



অভিযোগ উঠেছে, যোগী আদিত্যনাথ বিলাসবহুল গাড়ি চড়েন। দেখা গিয়েছে, তাঁর একটি ফর্চুনার গাড়ি রয়েছে। সেটিই তাঁর একমাত্র গাড়ি।


[embed]