মুম্বই: চন্দ্রায়ণের পর চন্দ্রায়ণ ২। আরও একবার চাঁদে পৌঁছে যেতে কোমর বেঁধে নেমেছে ইসরো। তাদের পরিকল্পনা যদি সফল হয়, তবে এই প্রথম কোনও মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছোঁবে।

তবে দক্ষিণ মেরু ছোঁয়া নিরাপদ নয়, বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। গত মাসে অবসর নিয়েছেন ইসরোর প্রাক্তন প্রধান এ এস কিরণ কুমার। তিনি জানিয়েছেন, মহাকাশযান মানানোর জন্য দুটি জায়গা নির্দিষ্ট করেছেন তাঁরা, তার মধ্যে একটি বেছে নেওয়া হবে।

এ জন্য এখন তামিলনাড়ুর মহেন্দ্র গিরিতে ইসরোর লিকুইড প্রোপালসন সিস্টেম সেন্টারে প্রস্তুতি চলছে পুরোদমে। ৭০-৮০ মিটার থেকে সফট ল্যান্ডিং করার প্রস্তুতি চলছে সেখানে।

কিরণ কুমার জানিয়েছেন, চন্দ্রায়ণ ২-এর ফ্লাইট হার্ডওয়্যার আপাতত তৈরি হচ্ছে। এ বছরের প্রথম বা দ্বিতীয়ভাগে যাত্রা শুরু করবে চন্দ্রযান। জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক II রকেটে করে চন্দ্রায়ণের শুরু হবে এই যাত্রা।।