হায়দরাবাদ: বেসরকারি সংস্থাকে দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে উপগ্রহ উৎক্ষেপণের মাত্রা আগামী বছর দ্বিগুণ করতে উদ্যোগী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
ইসরো স্যাটেলাইট সেন্টারের অধিকর্তা মিলস্বামী আন্নাদুরাই জানান, বছরে এখন ৯-১০টি স্বদেশীয় উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। কিন্তু, চাহিদা বেড়ি গিয়েছে। পাশাপাশি, খামতিগুলিও ভরাট করতে হবে। সেকারণে, ২০১৮-১৯ সাল থেকে উৎক্ষেপণের মাত্রা দ্বিগুণ করে ১৮ করার পরিকল্পনা রয়েছে সংস্থার।
আন্নাদুরাই জানান, বেসরকারি সংস্থাগুলির সঙ্গে ইসরোর অতীত সম্পর্ক এবং অভিজ্ঞতা দুই-ই ভাল। ভারতীয় মহাকাশ প্রকল্পে অবদান বৃদ্ধি করতে একাধিক ভেন্ডর ইচ্ছাপ্রকাশ করেছে। ইতিমধ্যেই, মহাকাশ প্রকল্পের বিভিন্ন দিক যেমন—মহাকাশযান, লঞ্চ ভেহিকল, গ্রাউন্ড সাপোর্ট সিস্টেম এবং পরিষেবা নির্মাণ ও তার চালনা—সর্বক্ষেত্রেই বেসরকারি সংস্থাগুলির অবদান বৃদ্ধি পাচ্ছে।
ইসরো চেয়ারম্যান এ এস কিরণ কুমার জানান, বেসরকারি সংস্থার সঙ্গে যথাসম্ভব যৌথ উদ্যোগে কাজ করে সংস্থা। তাঁর আশা, আগামীদিনে ইসরোর বিভিন্ন প্রকল্পে বেসরকারি সংস্থার অংশিদারী আরও বৃদ্ধি পাবে। কারণ, কাজের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তিনি স্বীকার করেন, সময়ে বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করতে হলে বাইরে থেকে কাজ করাতে হবে।