নয়াদিল্লি: পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ এখন অতীত।
এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র পাখির চোখ নতুন ধরনের রকেট-প্রোপালশন সিস্টেম পরীক্ষার দিকে। যেখানে বাতাসের মধ্যে থাকা অক্সিজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে! এর ফলে, ভবিষ্যতের রকেটে জ্বালানি হিসেবে তরল অক্সিজেন আর বহন করার প্রয়োজন হবে না।
তিরুঅনন্তপুরমে অবস্থিত বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি)-র অধিকর্তা কে শিবণ জানান, প্রাথমিক লক্ষ্য হল এই নতুন প্রযুক্তিকে পরীক্ষা করা। জানা গিয়েছে, জুনের শেষে বা জুলাইয়ের গোড়ায় সম্ভবত এই নতুন প্রোপালশন সিস্টেমের পরীক্ষা করা হবে।
সাধারণতভাবে, স্যাটেলাইট বহনকারী রকেটে জ্বালানি হিসেবে তরল জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে। সেই জ্বালানির অক্সিডাইজার (জ্বালানিকে জ্বলতে সাহায্য করে) হিসেবে ব্যবহার করা হয় অক্সিজেন। কিন্তু নতুন এই ‘এয়ার ব্রিদিং প্রোপালশন সিস্টেম’ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বায়ুস্তরের মধ্যে থাকা অক্সিজেনকেই (অক্সিডাইজার) হিসেবে ব্যবহার করা হবে।
শিবনের আশা, এই প্রকল্প সফল হলে, ভবিষ্যতে রকেটের মোট ওজন অনেকটাই কমে যাবে। কারণ, তখন আলাদা করে রকেটে আর জ্বালানি তরল অক্সিজেন বহন করতে হবে না। আখেরে, মোট খরচও কম হবে। পাশাপাশি, রকেটের কার্যকারিতাও বৃদ্ধি পাবে।
শিবন জানান, যেমন স্যাটেলাইটগুলি সূর্যের রশ্মিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে, ঠিক তেমনই বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। তাঁর মতে, ভবিষ্যতে ভারত যে পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরী করার পরিকল্পনা নিয়েছে, এই নতুন প্রোপালসন সিস্টেম তাতে কার্যকরী ভূমিকা নেবে।
আরও পড়ুন:
ফের সফল ইসরো, আকাশে উড়ল ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান
রকেটে ব্যবহৃত সামগ্রী, প্রযুক্তি দিয়ে হৃদপিণ্ডের পাম্প তৈরি করল ইসরো
বাতাস থেকে অক্সিজেন টেনে জ্বালানি, শীঘ্রই নতুন রকেটের পরীক্ষা ইসরোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2016 12:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -