নয়াদিল্লি: ক্রমবর্ধমান কৃষক আত্মহত্যার সমস্যার 'রাতারাতি' সমাধান হওয়া সম্ভব নয় বলে জানাল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে আবেদন করা হয়, ফসল বিমা যোজনার মতো বেশ কিছু কৃষক-বান্ধব ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্যক্ষেত্রে সেগুলির উপযোগিতার প্রমাণ দেওয়ার জন্য এক বছর সময় চাই।
কেন্দ্রের এই আবেদন মেনে ওই অভিমত জানিয়েছে প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।
কেন্দ্রকে সময় দিয়ে বেঞ্চ সিটিজেন্স রিসোর্সেস অ্যান্ড অ্যাকশন ইনিশিয়েটিতভ নামে এনজিও-র দায়ের করা জনস্বার্থ পিটিশনের শুনানির দিন স্থির করেছে ৬ মাস বাদে।
কেন্দ্রের হয়ে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল এনডিএ সরকারের বেশ কিছু কৃষক-মুখী পদক্ষেপের উল্লেখ করে বলেন, সেগুলির ফল পেতে পর্যাপ্ত সময় দেওয়া উচিত।
তিনি তথ্য দেন, ১২ কোটি চাষির মধ্যে ৫.৩৪ কোটিকে ইতিমধ্যেই ফসল বিমা যোজনা সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। তাছাড়া ৩০ শতাংশ কৃষিজমিকেই ফসল বিমা যোজনার আওতায় এসেছে, ২০১৮-র শেষে তা আরও বাড়বে বলেও দাবি করেন তিনি।
বেঞ্চ গোড়ায় বলেছিল, কৃষক আত্মহত্যা বাড়ছে, কিন্তু বেনুগোপালের বক্তব্যের পর তাতে সম্মতি দেয়। বলে, রাতারাতি কৃষক আত্মহত্যা বন্ধ হওয়ার নয়। অ্যাটর্নি জেনারেল সঙ্গত কারণেই সময় চেয়েছেন।
একইসঙ্গে অবশ্য এনজিও-র কৌঁসুলি কলিন গনজালভেসের পেশ করা বেশ কিছু সুপারিশ খতিয়ে দেখতেও কেন্দ্রকে নির্দেশ দিয়েছে বেঞ্চ।
সরকারি স্কিমের কার্যকারিতা প্রমাণে কেন্দ্রকে সময়, কৃষক আত্মহত্যার রাতারাতি সমাধান হওয়ার নয়, বলল সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jul 2017 02:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -