নয়াদিল্লি: আজ কাজে যোগ দেবেন সুপ্রিম কোর্টের ৪ ক্ষুব্ধ বিচারপতি। শুক্রবার নজিরবিহীনভাবে সাংবাদিক বৈঠক করে প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এঁরা।

যদি প্রধান বিচারপতি দীপক মিশ্র ডাকেন, তবে কলেজিয়ামের বৈঠকে যোগ দিতেও এঁদের আপত্তি নেই।

৪ বিচারপতির একজন জানিয়েছেন, তাঁদের যা বলার ছিল বলেছেন। কোনও ব্যক্তিগত লাভের জন্য করেননি। দেশের মানুষ তাঁদের দেখছেন। আদালত থেকে সরে থাকলে তাঁদের উদ্দেশ্য মিটবে না, তাঁরা কোনও ধর্মঘট ডাকেননি। বল এখন প্রধান বিচারপতির কোর্টে, তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে।

শোনা যাচ্ছে, প্রধান বিচারপতি এই ৪ বিচারপতির বিষয়টি নিয়ে ফুল কোর্ট বৈঠক ডাকতে পারেন।

প্রধান বিচারপতির সঙ্গে গতকাল সন্ধেয় দেখা করেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ৭ সদস্য। ঘণ্টাখানেকের বৈঠকের পর বিসিআই জানিয়েছে, তাদের বিশ্বাস, সমস্যা দ্রুত মিটে যাবে। ৪ বিদ্রোহী বিচারপতির ৩ জনের সঙ্গেও দেখা করে তারা।
এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিংহও প্রধান বিচারপতির সঙ্গে গতকাল দেখা করেন। মিনিটপনেরোর সাক্ষাতে সঙ্কট কাটানোর একটি প্রস্তাব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান বিচারপতির হাতে তুলে দেওয়া হয়।

তবে পরিষ্কার, বিচারপতিদের এই বিদ্রোহ ইস্যুতে গোটা বিচারব্যবস্থার মধ্যে বিভাজন দেখা দিয়েছে। কেউ তাঁদের সমর্থন করছেন আবার কেউ বিরোধিতা করছেন। ৪ অবসরপ্রাপ্ত বিচারপতি যেমন দীপক মিশ্রকে খোলা চিঠি দিয়ে বলেছেন, বিদ্রোহী বিচারপতিদের সঙ্গে সহমত পোষণ করেন তাঁরা। আবার প্রাক্তন বিচারপতি আর এস সোধি বলেছেন, বিক্ষুব্ধ বিচারপতিদের সততা প্রশ্নাতীত কিন্তু যেভাবে তাঁরা দাবি করেছেন, তাঁদের এজলাসেই সব মামলা আসুক, অন্যদের কিছু দেওয়া যাবে না, তা অন্যায়। শীর্ষ আদালতের বিশ্বাসযোগ্যতা এর ফলে ধ্বংস হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

দিল্লি ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশন আবার হুমকি দিয়েছে, ১০ দিনের মধ্যে সমস্যা না মিটলে তারা রাস্তায় আন্দোলনে নামবে।