পটনা:  লালু প্রসাদের পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় সাড়ে তিন কোটি মূল্যের বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর। যে পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির মামলাও চলছে। পটনায় শেখপুরা এলাকায় বেশ কিছু বেনামি সম্পত্তি ছিল তাদের নামে। সেগুলোই বাজেয়াপ্ত করা হয়েছে।

 

আয়কর দফতর সূত্রে খবর, ফেয়ার গ্রো হোল্ডিং নামে এক সংস্থার নামে সম্পত্তিগুলো ছিল। এই সংস্থারই ডিরেক্টর পদে ছিলেন লালুর পরিবারের বেশ কয়েকজন সদস্য। সেই সদস্যদের মধ্যে রয়েছেন লালুর ছেলে তেজস্বী যাদব, তেজ প্রতাপ, মেয়ে রাগিনী এবং চন্দা। ওই সংস্থাকে একাধিকবার নোটিস পাঠানো হলেও, কেউ পাল্টা কোনও যোগাযোগ করেনি।

এদিকে লালুর পরিবারের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে জমি কেলেঙ্কারিতে যৌথ তদন্ত করছে ইডি ও আয়কর দফতর।