নয়াদিল্লি: ৪৯০ কোটি টাকা কর ফাঁকি দেওয়ায় অভিযুক্ত এমন ব্যক্তি ও সংস্থার একটি তালিকা প্রকাশ করল আয়কর দফতর। ওই তালিকায় ২৪ জন ব্যক্তি ও সংস্থার নাম রয়েছে। অভিযোগ, হয় তারা বেপাত্তা হয়ে গিয়েছে, অথবা বকেয়া কর জমা করার ক্ষমতা নেই বলে দাবি করেছে।
এই প্রেক্ষিতে দেশের বহুল প্রচারিত দৈনিকগুলিতে বিজ্ঞাপনের মাধ্যমে কর ফাঁকিদাতাদের নাম প্রকাশ করেছে আয়কর দফতর। তালিকায় থাকা ব্যক্তি ও সংস্থার উদ্দেশ্যে আয়কর দফতর নির্দেশ দিয়েছে, যত শীঘ্র সম্ভব, বকেয়া কর সরকারের কাছে জমা করতে।
বিজ্ঞাপনে কর ফাঁকি দেওয়া ব্যক্তির নামের পাশাপাশি প্রকাশিত করা হয়েছে তাঁদের জন্মতারিখ, প্যান নম্বর, ঠিকানা, পেশাগত পরিচয়, ফাঁকি দেওয়া করের পরিমাণ, অ্যাসেসমেন্ট ইয়ার এবং যে সংশ্লিষ্ট আয়কর দফতরের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি, সেই জোনের নাম।
একইভাবে, সংস্থার ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হয়েছে। শুধুমাত্র জন্মতারিখের জায়গায় কোম্পানি গঠনের তারিখ বলা হয়েছে। প্রকাশিত তালিকায় জায়গা পাওয়া সংস্থাগুলির মধ্যে অধিকাংশ খাদ্য প্রক্রিয়াকরণ, সোনা-রূপো বাটের ব্যবসা, সফটওয়্যার, রিয়েল এস্টেট, ব্রিউয়ারি, সোনা-রূপোর বাট তৈরি ক্ষেত্রর সঙ্গে জড়িত।
প্রকাশিত তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ৮৬.২৭ কোটি টাকা কর ফাঁকি রয়েছে দিল্লির স্টক গুরু নামের সংস্থার। নোটিস অনুযায়ী, সংস্থার পার্টনার লোকেশ্বর দেব বর্তমানে বেপাত্তা। এছাড়া, বকেয়া কর দেওয়ার মত আর্থিক সঙ্গতি বর্তমানে সংস্থার নেই বলেও জানানো হয়েছে।
তালিকায় নাম রয়েছে কলকাতার ব্যবসায়ী অর্জুন সোনকারের। তাঁর বকেয়ার পরিমাণ ৫১.৩৭ কোটি টাকা। আয়কর দফতরের দাবি, অর্জুন বর্তমানে ‘বেপাত্তা’। অর্জুনের পরই নাম রয়েছে কলকাতারই জনৈক কিষাণ শর্মার। তাঁর বকেয়ার পরিমাণ ৪৭.৫২ কোটি টাকা।
এছাড়া আমদাবাদ, গুয়াহাটি, বিজয়ওয়াড়া, নাসিক, সুরাত, ভদোদরা সহ বিভিন্ন শহরের কর ফাঁকিদাতাদের নাম রয়েছে তালিকায়। মোট ২৪টি নাম প্রকাশিত হয়েছে। মোট বকেয়া করের পরিমাণ প্রায় ৪৯০ কোটি টাকা।