নয়াদিল্লি: আম আদমি পার্টিকে ৩০.৬৭ কোটি টাকার আয়কর নোটিস পাঠাল আয়কর দফতর। সোমবার এক আয়কর আধিকারিক এই কথা জানিয়েছেন। তিনি জানান, দলের সমস্ত কর-সংক্রান্ত নথি খতিয়ে দেখার পরই এই নোটিস পাঠানো হয়েছে।


ওই আধিকারিক জানিয়েছেন, নোটিসে বলা হয়েছে, প্রায় ১৩.১৬ কোটি টাকার আয় ঘোষণা করেনি আপ। আয়কর দফতরের হিসেব অনুযায়ী, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থবর্ষে আম আদমি পার্টির মোট করযোগ্য আয় ছিল ৬৮.৪৪ কোটি টাকা।


আয়কর দফতরের দাবি, অনুদান হিসেবে যে অর্থ আপ-এর ব্যাঙ্ক আ্যাকাউন্টে জমা পড়েছে, তা তাদের বুক অফ অ্যাকাউন্টসে দেখানো হয়নি।


নোটিসে আরও বলা হয়েছে, অন্তত ৪৬১ জন অনুদানকারী সম্পর্কিত তথ্য রেকর্ড করেনি দল। আয়করের অভিযোগ, ওই অনুদানকারীদের মোট দেওয়া অর্থের পরিমাণ ৬.২৬ কোটি। প্রত্যেকেই ২০ হাজার টাকার বেশি অনুদান দিয়েছেন।


আয়কর দফতর জানিয়েছে, ৩৬.৯৫ কোটি টাকার অনুদান নিজেদের ওয়েবসাইটে ঘোষণা করেনি আম আদমি পার্টি। দলকে ৩৪ বার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, তা সত্ত্বেও তারা অনুদানের তথ্য ঘোষণা করেনি।


উদ্দেশ্যপ্রণোদিতভাবে আয় ও অনুদানের তথ্য গোপন করার অভিযোগে আম আদমির বিরুদ্ধে জরিমানা ধার্য করার প্রক্রিয়া চালু করা হয়েছে বলেও জানিয়েছেন ওই আয়কর কর্তা।


এদিকে, আয়কর নোটিসকে 'রাজনৈতিক প্রতিহিংসা' বলে উল্লেখ করেছেন কেজরীবাল। এদিন টুইটে তিনি লেখেন, ভারতের ইতিহাসে একটি রাজনৈতিক দলকে দেওয়া সব অনুদান বেআইনি বলে ঘোষিত হল। এটা চূড়ান্ত রাজনৈতিক প্রতিহিংসা।


https://twitter.com/ArvindKejriwal/status/935093033833447424