শিরডি: নিজেকে সাঁইবাবার একনিষ্ঠ ভক্ত হিসেবে দাবি করেন ইতালিয় এক মহিলা। নিজের ভক্তি প্রকাশের জন্যে এবার সেই ৭২ বছর বয়সি মহিলা সাঁইবাবার শিরডি মন্দিরে ২৮ লক্ষ মূল্যের একটি সোনার মুকুট দান করলেন।
সেলিনি ডোলোরাস বা সাঁই দুর্গা নামের সেই মহিলা গতকাল মন্দিরে দান করেন এই মুকুট, জানিয়েছেন শ্রী সাঁইবাবা সংস্থানের ট্রাস্টি সচিন তাম্বে। রত্নখচিত এই মুকুটের ওজন ৮৫৫ গ্রাম।
ওই মহিলা গত ন’ বছর ধরে সাঁইবাবার একনিষ্ঠ ভক্ত এবং প্রত্যেক মাসে বিদেশ থেকে এখানে সাঁইবাবার দর্শনে আসেন। এর আগে তিনি সোনায় মোড়া দুটো রুদ্রাক্ষের মালা দান করেছিলেন মন্দিরে। তারও দাম ছিল প্রায় ২৫ লক্ষ টাকার আশেপাশে। ওই মহিলা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, তিনি ইতালিতে সাঁইবাবার একটি মন্দির তৈরি করতে চান। বিদেশে সেই মন্দির তৈরির জন্যে পরিকল্পনাও করে ফেলেছেন। এবার এসেছিলেন তাঁর আশীর্বাদ নিতে।
শিরডি সাঁইবাবাকে ২৮ লাখের সোনার মুকুট উপহার দিলেন ইতালিয় মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Feb 2017 01:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -