নয়াদিল্লি: ইন্দো টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি)-র সংসারে নতুন আগন্তুক। বাহিনীর কে৯ স্কোয়াডে এসেছে ফুটফুটে ১৭ টি সদ্যোজাত। ওলগা ও ওলেশিয়া নামে দুটি কুকুর জন্ম দিয়েছে ১৭ টি শাবকের। হরিয়ানার পাঁচকুলার আইটিবিপি-র কুকুরদের প্রশিক্ষণ দান কেন্দ্র (এনটিসিডি)-তে ওই মালিনোয়েস প্রজাতির কুকুরের শাবকগুলির জন্ম হয়েছে।
বড় হলে এই শাবকগুলিকেও সন্ত্রাস-দমন ও মাওবাদী-দমন অভিযানের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
সদ্যোজাত শাবকগুলির মা-রাও আইটিবিপি-র যোদ্ধা। গত কয়েক বছর ধরেই তারা সন্ত্রাস-বিরোধী অভিযানে সামিল হয়েছে।


বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, ওলেশিয়া ও ওলগা-দুজনেরই আইটিবিপি বাহিনীকে সুরক্ষিত রাখার দুর্দান্ত ট্রাক রেকর্ড রয়েছে।শত্রুপক্ষের আচমকা হামলা আশঙ্কা বানচাল করতে ও বাহিনীর রোড ওপেনিং পার্টি-র পথ প্রশ্বস্ত করে তারা দুজনেই বাহিনীর জওয়ানদের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বেশ কয়েকবারই এই দুই প্রশিক্ষিত কুকুর আইইডি চিহ্নিত করে বহু প্রাণ রক্ষা করেছে।
ওলগা ও ওলেশিয়া আদতে দুই বোন। দুজনেরই বয়স ৫। আর তাদের সন্তানের বাবাও বাহিনীতে কর্মরত-নাম গালা। ওলগা, ওলেশিয়া ও গালা ছত্তিশগঢ়ে মাওবাদীদের মোকাবিলায় নিযুক্ত আইটিবিপি বাহিনীর সঙ্গে সামিল ছিল। বিভিন্ন জায়গায় এডিপি বাহিনীকে এসকর্ট করার ক্ষেত্রে গালার দক্ষতার কথাও জানিয়েছেন আইটিবিপি-র আধিকারিকরা। সম্প্রতি প্রধানমন্ত্রীর দ্বারা উদ্বোধন হওয়া অটল টানেলে অ্যান্টি-স্যাবোটাজ ডিউটির অংশ ছিল গালা।
ওলগা ৯ টি ও ওলেশিয়া ৮ টি শাবকের জন্ম দিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর জন্ম হয় এই শাবকগুলির।
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) (ভেট) সুধাকর নটরাজন বলেছেন, জিনগতভাবেই ওরা প্রথমসারির কুকুর। খুবই নির্ভীক, ক্ষীপ্র ও তুখোড়। সেইসঙ্গে তীব্র ঘ্রাণশক্তি। এ সবই জন্মসূত্রে ওরা পেয়েছে।
উল্লেখ্য, ওসামা বিন লাদেন খতম অভিযানে আমেরিকাও মালিনোয়েস প্রজাতির কুকুরই ব্যবহার করছিল আমেরিকা।