শ্রীনগর: কাশ্মীরে জঙ্গি-সেনাবাহিনী সংঘর্ষ। শনিবার সকালে সীমান্ত জেলা কুপওয়ারায় সেনার তল্লাশি অভিযানের সময় শুরু হওয়া গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৫ সন্ত্রাসবাদী। দিনভর সন্ত্রাসবাদীদের একটি দলের সঙ্গে মরণপণ যুদ্ধ চালিয়ে সফল হয়েছে সেনা। এ কথা জানিয়েছেন প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল এস ডি গোস্বামী। তবে নিহত জঙ্গিরা কোন গোষ্ঠীর, তা এখনই জানা যায়নি। জঙ্গি দলটির কোনও সদস্য এখনও জীবিত রয়েছে কিনা, পরিষ্কার নয় তা-ও। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।
গুলি-যুদ্ধে জখম হয়েছেন দুজন সেনা জওয়ান। হাটমুল্লার কাছে চেক ড্রাগমুল্লা এলাকায় দু তরফের গুলি বিনিময়ের সময় তাঁরা বুলেটের ঘায়ে জখম হন। রাষ্ট্রীয় রাইফেলস-এর ওই পদাতিক জওয়ানদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল।
সূত্রের খবর, এলাকায় সন্ত্রাসবাদীদের গা ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে সকালেই সেখানে ছুটে যায় ৪৭ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর) ও জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)। সেনাবাহিনীর কর্তাটি জানান, তাদের নিশানা করে গুলি ছুঁড়তে থাকে লুকিয়ে থাকা জঙ্গিরা।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
গুলির লড়াইয়ে খতম ৫ জঙ্গি, ২ সেনা জওয়ান জখম কুপওয়ারায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 May 2016 10:31 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -