শ্রীনগর: কাশ্মীরী পড়ুয়াদের স্কুলেই মগজ ধোলাই করে কট্টরপন্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এমন অভিমত জানিয়ে পাল্টা সমালোচিত হলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। রাজ্যের শিক্ষামন্ত্রী আলতাফ বুখারির তোপ, সেনাপ্রধান সম্মানিত অফিসার। কিন্তু আমি মনে করি, উনি কোনও শিক্ষাবিদ নন যে, শিক্ষার ওপর জ্ঞান দেবেন। শিক্ষা রাজ্য তালিকায় আছে, আমরা জানি কীভাবে নিজেদের শিক্ষা ব্যবস্থা চালাতে হয়। সেনা নিজের কাজে মন দিক, শিক্ষার ব্যাপারে নাক গলিয়ে ওদের কাজ নেই। ওদের থেকে শিখব না শিক্ষা নিয়ে।
সেনাপ্রধান গতকাল মিডিয়ার সামনে এও বলেছিলেন, জম্মু ও কাশ্মীরের স্কুলে দুরকম মানচিত্র ব্যবহার করা হয়। একটি ভারতের মানচিত্র, অপরটি কাশ্মীরের। রাজ্যের জন্য পৃথক ম্যাপের কী দরকার? এতে পড়ুয়ারা কী শিখছে?
পাল্টা দুধরনের মানচিত্র ব্যবহার সমর্থন করে শিক্ষামন্ত্রীর সওয়াল, রাজ্যে দুরকম পতাকা আছে। জম্মু ও কাশ্মীরের একটা, আরেকটা ভারতের, দুটো সংবিধান আছে। প্রতিটি স্কুলে রাজ্যের মানচিত্র থাকে, যেহেতু রাজ্যের ব্যাপারে ছাত্রদের পড়াতে হয়।