বালিয়া: যে সব বাবা মা ছেলেমেয়েদের স্কুলে পাঠান না, তাঁদের থানায় পুরে দেওয়া হবে। খাবার, জল কিচ্ছু দেওয়া হবে না। হুমকি দিয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, এই প্রতিবন্ধী বা দিব্যাঙ্গ সশক্তিকরণ মন্ত্রী রাসদা এলাকায় বিজেপির সমাবেশে বক্তৃতা দিচ্ছেন। তিনি বলছেন, আমি আমার পছন্দ মত একটা আইন করব। গরিবদের ছেলেমেয়ে যদি স্কুল না যায়, তবে তাদের বাবা মাকে তুলে আনবে পুলিশ। পাঁচদিন থানায় বসিয়ে রাখা হবে। খাবার, জল কিচ্ছু দেওয়া হবে না। তাঁদের নেতা, ছেলে, ভাই সকলে বোঝাতে চেষ্টা করবে এই সময়ে। তাতেও যদি তাঁরা কান না দেন তবে এভাবে চলবে আরও ৬ মাস।

রামায়ণ থেকে উদাহরণ টেনে মন্ত্রী বলেছেন, সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করতে সমুদ্রের ওপর সেতু বানাতে রামচন্দ্রকে অস্ত্র হাতে নিতে হয়েছিল কারণ সমুদ্র তাঁর প্রার্থনা শোনেনি। যে সব বাবা মা ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে অনিচ্ছুক, তাঁদের বিরুদ্ধেও এমন কড়া ব্যবস্থা নেওয়া জরুরি। এমনকী দরকারে মৃত্যুদণ্ড দেওয়া হোক।

এ নিয়ে ভিডিও ভাইরাল হয়ে গেলেও মন্ত্রী সরেননি তাঁর বক্তব্য থেকে। তাঁর সোজা কথা, ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর জন্য বাবা মাকে হুমকি দিয়ে কোন ভুলটা করেছি। সরকার তো শিক্ষার জন্য সবরকম সুযোগ সুবিধে দিচ্ছে, তাহলে বাবা মা স্কুলে পাঠাচ্ছেন না কেন বাচ্চাদের।

তবে এ নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী।