জয়পুর: অভ্যাসমতো এক ব্যক্তির কাছ থেকে পুরনো খবরের কাগজ কিনেছিলেন রাজস্থানের জয়পুরের বাতিল জিনিসপত্রের কারবারী ইমরান। পরে সেই খবরের কাগজগুলি গুছিয়ে রাখতে গিয়ে তাঁর চক্ষু চড়কগাছ। পুরনো খবরের কাগজের তাড়ার মধ্যে তিনি দেখতে পান ২,০০০ আধার কার্ড! পুলিশ ও তথ্যপ্রযুক্তি বিভাগে খবর দেন ইমরান। জানা গিয়েছে আধার কার্ডগুলি আসল।
জালুপুরা থানার স্টেশন হাউস অফিসার লিখমা রাম জানিয়েছেন, ‘দেখে মনে হচ্ছে এটি আধার কার্ডের একটি পার্সেল। এটি ডাকযোগে কোথাও পাঠানোর কথা ছিল। খুব সম্ভবত জেনারেল পোস্ট অফিস থেকে কোনওভাবে খোয়া যায় পার্সেলটি। ডাক বিভাগকে খবর দেওয়া হয়েছে। আধার কার্ডগুলি কীভাবে হারিয়ে গিয়েছিল, সেটা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।’
পুরনো খবরের কাগজের তাড়ায় ২,০০০ আধার কার্ড পেলেন জয়পুরের বাতিল জিনিসপত্রের কারবারী
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jun 2018 07:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -