#বিল্ট আপ এরিয়াকে ধরা হবে কার্পেট এরিয়া হিসেবে, ফলে কম টাকায় বাড়ি কিনতে পারবেন মধ্যবিত্তরা
# আধারের ওপর ভিত্তি করে আর্থিক লেনদেন
# ডিজিটাল লেনদেন-এর জন্যে ভীম অ্যাপ
# ফসল বিমা যোজনায় ৯ হাজার কোটি
# প্রধান ডাকঘর গুলিতে পাসপোর্টের আবেদন করা যাবে
# জিপিওগুলিতে পাওয়া যাবে পাসপোর্ট
# প্রবীণদের জন্যে আট শতাংশ হারে প্রকল্প জীবন বিমা নিগমের
# ভবিষ্যতে অনলাইনে এফডিআই প্রস্তাব চালুর ভাবনা
# আসতে চলেছে নয়া এফডিআই নীতি
# ৩৫০০ কিমি নতুন রেললাইন
#আইআরসিটিসির মতো সংস্থাগুলো নথিভূক্ত হবে শেয়ার বাজারে
# ই টিকিটে সফর হবে আরও সস্তা
# রেলে অভিযোগ জানাতে কোচ মিত্র প্রকল্প
# ই-টিকিটে থাকছে না পরিষেবা কর
# মেট্রো রেলের জন্যে চালু হবে পৃথক নীতি
# রেলের জন্যে বিশেষ সুরক্ষা তহবিল
# ১৭টি রেল প্রকল্পে আলাদা নজর
# ১ লক্ষ ৩১ কোটি টাকা রেলের জন্যে বরাদ্দ
# পরিচ্ছন্ন পরিষেবা আমাদের লক্ষ্য
# ট্রেনে থাকবে বায়ো টয়লেট
# সমস্ত প্রহরীবিহীন লেভেল-ক্রিসিং তুলে দেওয়া হবে
# ৫০০ কিমি রেললাইন পাতার লক্ষ্যমাত্রা
#সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটের সংযুক্তি একইসঙ্গে রেলওয়ে, হাইওয়ে ও জলপথ পরিবহণের উন্নয়নের ক্ষেত্রে বহুমুখী দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব পড়বে।
#আগামী পাঁচ বছরে কৃষিক্ষেত্রে আয় দ্বিগুণ করার ব্যাপারে সরকার দায়বদ্ধ।
#স্বচ্ছতার স্বার্থে এবারের বাজেটে পরিকল্পনা খাতে ও পরিকল্পনা বহির্ভূত খাতে বরাদ্দর ধারণাই তুলে দেওয়া হয়েছে।
#উচ্চশিক্ষার জন্য পক্ষীরা গ্রহণ থেকে সিবিএসই ও অন্যান্য সংস্থাগুলিকে অব্যাহতি দেওয়া হবে। সমস্ত পরীক্ষা পরিচালনা করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
#বাজার সংস্কার উদ্যোগ নেওয়া হবে। রাজ্যগুলিকে পচনশীল পণ্য অত্যাবশ্যক পণ্যের তালিকা থেকে বাদ দিতে বলা হবে।
#২০১৭-১৮ অর্থবর্ষে ব্যয় বরাদ্দ ২১.৭৪ লক্ষ কোটি টাকা।
#রাজস্ব ঘাটতি ২০১৬-১৭-র ২.৩ শতাংশ থেকে কমে ২.১ শতাংশ।
# প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ব্রড ব্যান্ড লিঙ্ক দেওয়া হবে
# তফসিলি উপজাতিদের জন্যে বরাদ্দ ৩৯ হাজার কোটি টাকা
# ১ লক্ষ ৫০ হাজার গ্রামে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে
# দেড় লক্ষ হেল্থ সেন্টার হেল্থ ওয়েলনেস সেন্টারে বদল
# ওড়িশা, বিকানেরে অপরিশোধিত তেলের সঞ্চয়ের রিজার্ভার
# পিপিপি মডেলে বিমানবন্দর ছোট শহরে
# প্রবীণ নাগরিকদের জন্যে আধারের ওপর নির্ভার করে স্বাস্থ্য কার্ড চালু হবে
# প্রবীণদের জন্যে জীবন বিমায় ৮ শতাংশ হারে সুদ
#সারা দেশে পাঁচটি ট্যুরিজিম জোন তৈরি হবে
# ঝাড়খণ্ড-গুজরাতের জন্যে নয়া দুটি এইমস
# ন্যাশনাল এন্ট্র্যান্স টেস্টের জন্যে নয়া বোর্ড
# ১০০ দিনের কাজে ১০ লক্ষ পুকুর খনন
# দেশে প্রতিদিন ১৩৩ কিমি রাস্তা নির্মাণ
# প্রতি গ্রামে মহিলা শক্তি কেন্দ্র
# মেডিক্যালে স্নাতকত্তোরে ৫০০০ আসন
# জাতীয় হাউজিং ব্যাঙ্ক বাড়িতে তৈরিতে সহজে ঋণ দেবে
# তরুণদের কর্মসংস্থানের জন্যে ১০০টি উত্কর্ষ কেন্দ্র
# ৩৫০ অনলাইন কোর্স চালুর লক্ষ্যমাত্রা
# কৃষিবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ৪.১ শতাংশ
# গ্রামীণ কৃষি ক্ষেত্রে ১ লক্ষ ৮৭ হাজার কোটি
# কলেজ–বিশ্ববিদ্যালয়ে আরও বেশি সায়ত্ত্বশাসন
# ২০১৫ এর মধ্যে যক্ষা-কালাজ্বর নির্মূল করা
# এক কোটি পরিবারকে দারিদ্রসীমার বাইরে আনা
# প্রধানমন্ত্রীর আবাস যোজনার জন্যে ২৩ হাজার কোটি বরাদ্দ
# সেচের জন্যে দীর্ঘমেয়াদি তহবিল গঠন
# ১০০ দিনের কাজে ৪৮ হাজার কোটি টাকা
# ২০১৯-র মধ্যে এক কোটি মানুষের জন্যে পাকা ঘর
#২০১৮-র মধ্যে সমস্ত গ্রামে পৌঁছবে বিদ্যুত্
# সড়ক যোজনার জন্যে বরাদ্দ ১৯ হাজার কোটি
# প্রান্তিক মানুষেরা সমবায় থেকে ঋণ পাবেন
#আগামী বছর থেকে আমাদের এজেন্ডা টেক ইন্ডিয়া
# ২০১৯-এর মধ্যে ৫০ হাজার পঞ্চায়েত গরিবি মুক্ত
#কৃষিবৃদ্ধি হারের লক্ষ্য মাত্রা ৪.০১ শতাংশ
# কৃষকদের জন্যে ১০ লক্ষ কোটি ঋণখাতে বরাদ্দ
# ফসল বিমার জন্যে বরাদ্দ ৯ হাজার কোটি টাকা
# পাঁচ বছরের মধ্যে কৃষকদের আয় হবে দ্বিগুন
# দুগ্ধপ্রক্রিয়াকরণে ৮ হাজার কোটি বরাদ্দ
# ৩০ থেকে ৪০ শতাংশ জমি বিমার আওতায় আনা হবে
# উত্তর পূর্ব-ভারত ও জম্মু কাশ্মীরে ঋণের পরিমাণ আরও বাড়ানো হবে : জেটলি
#গ্রামে আরও বেশি খরচ, দারিদ্র দূরীকরণই মূল লক্ষ্য : জেটলি
# সমস্ত প্রকল্পের অভিমুখ দরিদ্রদের জন্যে : জেটলি
#এমনটাই অনুমান আইএমএফ-এর : জেটলি
# ২০১৮-এ বৃদ্ধির হার হবে ৭.০৮ শতাংশ : জেটলি
# ২০১৭-এ বৃদ্ধির হার হবে ৭.০১ শতাংশ : জেটলি
# বিমুদ্রাকরণের মতো একটা সাহসী পদক্ষেপ সরকার নিয়েছে : জেটলি
# কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতিও কমেছে : জেটলি
# নোট বাতিলে উপকৃত হবে গরিব মানুষ : জেটলি
# সন্তোষজনক হারে বেড়েছে বিদেশি মুদ্রার ভাঁড়ার : জেটলি
# গোটা দেশে সদর্থক পরিবর্তন আসতে চলেছে : জেটলি
# জিএসটি ও নোট বাতিলে অর্থনীতিতে এসেছে স্বচ্ছতা : জেটলি
#আমেরিকা সুদ বাড়ানোর ফলে বিদেশি বিনিয়োগ কমতে পারে: জেটলি
# দেশের তরুণ প্রজন্মের জন্যে অর্থনীতি গড়ে তোলাই লক্ষ্য সরকারের: জেটলি
# মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশ থেকে কমে ৩ শতাংশে নেমে এসেছে: জেটলি
#সরকারের লক্ষ্য কর্মসংস্থান তৈরি করা: জেটলি
#সরকারকে এখন মানুষ বিশ্বাস করছেন, কালো টাকার বিরুদ্ধে এই বিরাট যুদ্ধে সরকারের পাশে আছে মানুষ: জেটলি
#সরকার মূল্যবৃদ্ধি ও দুর্নীতি রোধে ব্যবস্থা নিয়েছে, কালো টাকার বিরুদ্ধে লড়াই করেছে
#বাজেট পেশের আগে সংসদে হৈ চৈ।
#একসঙ্গে বাজেট পেশ করছেন জেটলি। বাজেট স্থগিত রাখার আবেদন কংগ্রেসের।
# সংসদে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ই আহমেদের মৃত্যুতে শোকজ্ঞাপন
# সকাল ১১ বেজে দু মিনিট, সংসদে বাজেট সংক্রান্ত ভাষণ শুরু লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন
# কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ করবেন জেটলি। একসঙ্গে রেল ও সাধারণ বাজেট পেশ
#সকাল ১০.৫০ মিনিট কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষ, বাজেটে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
#সকাল ১০.৩৭ মিনিট লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন জানালেন বাজেট আজই পেশ হবে এবং সেটা আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে ঘোষণাও করা হবে
# সকাল ১১ টায় বাজেট পেশ, ট্যুইট করে জানালেন অরুণ জেটলি
নয়াদিল্লি: যাবতীয় সাসপেন্সের অবসান। আজই সংসদে একসঙ্গে পেশ হচ্ছে সাধারণ ও রেল বাজেট।
বর্তমান সাংসদ তথা প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী ই আহমেদের মৃত্যুর পর বাজেট পেশ ঘিরে সাময়িক সাসপেন্স তৈরি হয়। গতকাল সংসদে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাংসদ ই আহমেদ। গভীর রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এরপরই তৈরি হয় সাসপেন্স। তাহলে কি একদিন পিছোতে পারে বাজেট? আজ শোকপ্রস্তাব পাঠের পর মুলতুবি হয়ে যাবে সংসদ? তৈরি হয় চূড়ান্ত জল্পনা। শেষপর্যন্ত জানা গিয়েছে, প্রয়াত সাংসদকে শেষ শ্রদ্ধা জানানোর পর আজই সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
সংসদের ইতিহাস বলছে, এর আগেও ১৯৫৪ এবং ৭১ সালে বাজেট পেশের ঠিক আগে সাংসদের মৃত্যু ঘিরে এধরনের ধোঁয়াশা দেখা গিয়েছিল। তবে, সেই দুবারই প্রয়াত সাংসদদের শ্রদ্ধা জানানোর পর বাজেট পেশ হয়েছিল।