নয়াদিল্লি: বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট বক্তব্যে উঠে এল কৃষক, গরিব মানুষ, গ্রামের মানুষ এবং মহিলাদের কথা। তবে কোনও বিখ্যাত কবিতা বা শ্লোক আওড়াননি অর্থমন্ত্রী।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। হিন্দি ও ইংরাজি মিশিয়ে বক্তব্য পেশ করেন জেটলি। তিনি স্বামী বিবেকানন্দর ইউরোপ ভ্রমণের স্মৃতিকথা থেকে বক্তব্য উল্লেখ করেন। এবারের বাজেটকে বিভিন্ন মহল থেকে ‘ভারত-কেন্দ্রিক’ বলে উল্লেখ করা হয়েছে। তফশিলী জাতি-উপজাতি, সমাজের পিছিয়ে থাকা অংশ এবং আর্থিকভাবে দুর্বল অংশের মানুষের কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।

এক ঘণ্টা পঞ্চাশ মিনিটের বক্তব্যে ২১ বার ‘গরিব’ এবং ২৭ বার ‘কৃষক’ শব্দটি উচ্চারণ করেছেন জেটলি। তিনি ২০ বার ‘গ্রামীণ’ এবং ১৬ বার ‘কৃষি’ শব্দটি উল্লেখ করেছেন। বাজেট বক্তব্যে মোট ৬,০০০ শব্দ উচ্চারণ করেছেন। এর মধ্যে ১০ বার ‘মহিলা’ কথাটা উচ্চারণ করেছেন জেটলি।