নয়াদিল্লি ও চেন্নাই: সরকার আপ্রাণ চেষ্টা করবে তামিল সংস্কৃতি রক্ষা করতে। জাল্লিকাট্টু বিতর্কে আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ ট্যুইট মারফত প্রধানমন্ত্রী বলেছেন, তামিলনাড়ুর সম্বৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে আমরা গর্বিত। তামিল জনগনের সাংস্কৃতিক আকাঙ্খা পূরণের জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে।





গতকালই তামিলনাড়ু সরকার জানায়, দু-একদিনের মধ্যেই জাল্লিকাট্টুর আয়োজনে ছাড়পত্র দিতে তারা অর্ডিন্যান্স জারি করবে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তার খসড়াও পাঠানো হয়েছে। জালিকাট্টুর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ওই অর্ডিন্যান্সে গতকালই সায় দিয়েছে কেন্দ্র। সেই অর্ডিন্যান্সটি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি অনুমোদন দিলে আজ তামিলনাড়ুর রাজ্যপাল ওই অর্ডিন্যান্স জারি করতে পারেন।

যদিও জাল্লিকাট্টুর সমর্থনে এখনও তামিলনাড়ুজুড়ে বিক্ষোভ-আন্দোলন অব্যাহত। রাস্তায় বিক্ষোভে সামিল পড়ুয়ারা। মেরিনা বিচেও বিক্ষোভ জমায়েত কয়েকহাজার মানুষের। মাদুরাই স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। এর জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে।