শ্রীনগর: শুক্রবার বিকেল থেকে নিখোঁজ সেনা অফিসারের বুলেটবিদ্ধ দেহ শনিবার সকালে পাওয়া গেল জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে। সোপিয়ানের কিগাম এলাকার ওয়াতমুল্লাহর এক বাগিচা থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ২৩ বছর বয়সি অফিসারের নাম ইরফান আহমেদ দার। কাশ্মীর পুলিশের এক পদস্থ কর্তাকে উদ্ধৃত করে সূত্রের খবর, দারের গাড়িটি পাওয়া যায় তাঁর নিথর দেহ থেকে কিছুটা দূরে। দারকে জঙ্গিরাই তুলে নিয়ে গিয়ে খুন করে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। কাশ্মীর রিডার-এর খবর, নিহত সেনা অফিসার সোপিয়ানের সেনসেন গ্রামের বাসিন্দা জনৈক গুলাম মহম্মদ দারের পুত্র। টেরিটরিয়াল আর্মির ইঞ্জিনিয়ারিং শাখার সদস্য ইরফান মোতায়েন ছিলেন নিয়ন্ত্রণ রেখার কাছে গুরেজে। তবে তিনি খুন হওয়ার সময় ডিউটিতে ছিলেন না। ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন। গতকাল বিকালে গাড়ি নিয়ে বেরোন। তারপর থেকে খোঁজ মিলছিল না তাঁর।

 


এই নিয়ে তৃতীয় কোনও নিরাপত্তাবাহিনীর অফিসার সাম্প্রতিক কালে হিংসার শিকার হলেন কাশ্মীরে। গত মে মাসে লেফটেন্যান্ট উমর ফয়েজকে যেখানে ইরফানকে মারা হয়েছে, সেখানেই খুন করেছিল সন্ত্রাসবাদীরা। তিনি কুলগামে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়। সেপ্টেম্বরে মহম্মদ রমজান প্যারে নামে বিএসএফ জওয়ানকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। তাঁকে অপহরণের চেষ্টা হয়েছিল। তিনি, তাঁর পরিবারের সদস্য়রা বাধা দেন।

ইরফানের হত্য়াকাণ্ডের তীব্র নিন্দা করেছেন মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী এমন জঘন্য ঘটনা উপত্যকায় শান্তি, স্বাভাবিকতা ফেরানোয় আমাদের শপথকে দুর্বল করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।





সেনা অফিসার হত্য়ার প্রবল বিরোধিতা করে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ট্যুইট, তরুণ ইরফান দারের হত্য়াকাণ্ড গভীর ট্র্যাজিক, নিন্দনীয়। দ্বিধাহীন ভাষায় এর নিন্দা জানাই, ওঁর পরিবারকে জানাাই আন্তরিক সমবেদনা।