জম্মু: জম্মু ও কাশ্মীর সীমান্তে ক্রমাগত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তানের সেনাবাহিনী। জম্মুর আর এস পুরা ও আখনুর সেক্টরে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাবর্ষণ ও গুলি চালাল পাক সেনা। আখনুর সেক্টরের কানাচকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং দু’জন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই পাক সেনা গোলা-গুলি চালিয়ে যাচ্ছে। ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দিচ্ছেন। শনিবার পুঞ্চ সেক্টরের মানকোট অঞ্চলে পাক সেনার গুলি ও গোলা বর্ষণে গুরুতর আহত হন সেপাই সি কে রায় ও সিগন্যালম্যান চন্দন কুমার রাই। রবিবার তাঁদের মৃত্যু হয়। এই নিয়ে গত ১৯ জানুয়ারি থেকে পাক হামলায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন সাধারণ নাগরিক, তিন সেনা জওয়ান এবং দু’জন বিএসএফ জওয়ান রয়েছেন। বৃহস্পতিবার মৃত্যু হয় এক বিএসএফ জওয়ান ও এক কিশোরীর।



শুক্রবার মৃত্যু হয় দু’জন সাধারণ নাগরিক, একজন বিএসএফ জওয়ান এবং আরও এক সেনা জওয়ানের। পাশাপাশি, দু’জন বিএসএফ জওয়ান সহ মোট ৪০ জন জখমও হন। পরের দিন অর্থাৎ শনিবার এক সেনা জওয়ান ও তিন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। আহত হন ১৬ জন। গত কয়েকদিন ধরে লাগাতার পাক গোলা-গুলির মাত্রা বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।