শ্রীনগর:  দেশের সীমান্ত রক্ষী বাহিনী  বিএসএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডার (ওয়ার্কস) পরীক্ষায় শীর্ষ স্থান দখল করলেন জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বাসিন্দা নাবিল আহমেদ ওয়ানি। রাজ্যের তরুণদের প্রতি তাঁর বার্তা, স্বপ্নের পিছনে ছুটতে হবে এবং সঠিক পথ অবলম্বন করে জীবনের লক্ষ্য পূরণ করতে হবে। ওয়ানি বলেছেন, ‘আমি আপনাদের সঠিক পথ অবলম্বনের আবেদন জানাচ্ছি। দেশের জন্য এমন কিছু করতে হবে যাতে আপনার জন্মভূমি সারা দেশে স্বীকৃতি লাভ করতে পারে।জীবনের লক্ষ্য পূরণের জন্য কোনও ভূল পথ অবলম্বন করা উচিত নয়। ভুল পথে হাঁটাটা সহজ,  সঠিক পথ অবলম্বন কঠিন কাজ।কিন্তু শেষপর্যন্ত যারা সঠিক পথ অবলম্বন করে, তারাই সফল হয়।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করাই ছিল ওয়ানির লক্ষ্য। তিনি বুঝেছিলেন যে, এজন্য তাঁকে সেনা বা বিএসএফে যোগ দিতে হবে। তিনি আরও বলেছেন, বিএসএফে যোগদানের ক্ষেত্রে তাঁর লক্ষ্য, এখানে ভালো কাজ করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র জন্য যোগ্যতা অর্জন করা। এভাবে দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান ওয়ানি।
ওয়ানি জানিয়েছেন, তিনি নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। তাঁর বাবা স্কুলশিক্ষক। দুবছর আগে বাবা মারা গিয়েছেন। বাবার স্বপ্ন পূরণ করতে পঞ্জাবে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছেন তিনি। সরকারি প্রকল্পের সহায়তায় ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করেছেন। সেইসঙ্গে ক্লাসে প্রথম হওয়ার সুবাদে তিনি স্কলারশিপও পেয়েছিলেন।
প্রথম থেকেই তাঁর স্বপ্ন ছিল প্রতিরক্ষা সংক্রান্ত কাজে যোগ দেওয়া। কলেজে পড়াশোনা শেষ করে ওয়ানি তাঁর স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেন। ডিফেন্স সার্ভিস এক্সামিনেশনের প্রস্তুতি শুরু করেন।কিন্তু এরইমধ্যে তাঁর বাবা মারা যান। এই অবস্থায় সংসারের দায়িত্ব এসে পড়ে ওয়ানির ওপর। তিনি রাজ্যের ওয়াটার শেয়ার ডিপার্টমেন্টে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে যোগ দেন। কিন্তু বিএসএফ বা সেনাবাহিনীতে কাজ করার আগ্রহ তাঁর বিন্দুমাত্র কমেনি। চাকরি করতে করতেই পরীক্ষার প্রস্তুতি নেন তিনি।
ওয়ানি বলেছেন, সন্ত্রাসবাদ রাজ্যকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে চান তিনি। ওয়ানি বলেছেন, সীমান্তের ওপার থেকে জঙ্গিদের পাঠানো হচ্ছে। এটাই জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের প্রধান কারণ।