শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের শাসক জোটে বড়সড় ফাটল। সরকারের শরিক বিজেপি মন্ত্রীদের সঙ্গে মতবিরোধের জেরে মন্ত্রিসভার বৈঠক ছেড়ে চলে গেলেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কাশ্মীর পুলিশ সার্ভিস (কেপিএস)-এর পুনর্গঠন নিয়ে বিজেপি মন্ত্রীদের সঙ্গে মতবিরোধ দেখা যায় মুফতির। সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী নির্মল সিংহ সহ বিজেপির মন্ত্রীরা এই পুনর্গঠন সংক্রান্ত মুখ্যমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা করেন। এই ঘটনায় মেজাজ হারিয়ে বৈঠকের মাঝপথেই বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।
এই ঘটনার পর বিজেপি মন্ত্রীরা নির্মল সিংহের অফিসে বৈঠকে বসেন। পরিস্থিতি সামাল দিতে এরপর কয়েকজন বিজেপি মন্ত্রী মুখ্যমন্ত্রীর বাসভবনে যান।