মুম্বই: সোনু নিগমের পর এবার জাভেদ আখতার। বলিউডের বিখ্যাত এই প্রবীণ গীতিকার জানালেন, ধর্মীয়স্থলে লাউডস্পিকার ব্যবহার করা অনুচিত।


গতবছর, লাউডস্পিকারের মাধ্যমে ধর্মোপদেশ দেওয়ার বিরুদ্ধে টুইটারে সোচ্চার হয়েছিলেন সোনু নিগম। যার জেরে বলিউডের এই গায়কের বিরুদ্ধে ফতোয়া জারি করেন কলকাতার এক মৌলবী।


এবার, সোনুর পথে হেঁটে একইভাবে ধর্মীয়স্থলে লাউডস্পিকারের ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন জাভেদ আখতার। টুইটারে তিনি লেখেন, সোনু নিগম সহ সেই সব ব্যক্তিদের সঙ্গে আমি একমত, যাঁরা চান মসজিদ সহ যে কোনও ধর্মীয়স্থলে লাউডস্পিকারের ব্যবহার বন্ধ হওয়া উচিত।


https://twitter.com/Javedakhtarjadu/status/961178605593047041

এই মন্তব্য করার জন্য টুইটারেই তাঁকে কয়েকজন ব্যক্তি ‘ভন্ড’ বলে কটাক্ষ করেন। পাল্টা তাঁদের জবাব দেন এই গীতিকারও। বলেছেন, আমি যে কোনও অন্যায় কথার বিরুদ্ধে সরব হই। সমস্যা হল, আপনি অন্যের ভুল ধরতে পারেন, নিজেরটা নয়।


https://twitter.com/Javedakhtarjadu/status/961211122308104192

আরেক ব্যক্তির উদ্দেশে তিনি বলেন, কিছু মানুষ আছে যাঁরা বিশ্বাস করতে চায় না যে, কেউ কেউ ন্যায্য ও সাম্প্রদায়িক কুসংস্কারের ঊর্ধ্বে থাকতে পারেন। এর কারণ, তাঁরা নিজেরা তা নন। তিনি যোগ করেন, বিশ্বাস না হয় তো অশোক পণ্ডিতকে প্রশ্ন করুন, কতবার প্রয়াত মুফতি মহম্মদ সঈদ ও তাঁর কন্যা তথা বর্তমান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সামনে আমি কাশ্মীরি পণ্ডিতদের সম্পর্কে কথা বলেছি।


https://twitter.com/Javedakhtarjadu/status/961847403493011457

এদিকে, জাভেদ আখতারের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন সোনু নিগম। তাঁর মতে, এই ইস্যু নিয়ে কথা বলার জন্য এর চেয়ে ভাল সময় বোধহয় হতো না। তিনি বলেন, উনি বুঝতে পেরেছিলেন, গত ২ দিন ধরে আমার নিরাপত্তাজনিত সংশয় নিয়ে জোর জল্পনা চলছে। এমনকী, একাধিক কারণে ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষ আমাকে সমর্থন করতে এগিয়ে আসবেন না। সোনুর আফশোস, এই ইস্যু নিয়ে কেউ কথা না বললেও, পদ্মাবত-এর বিষয়ে সকলেই কাঁধে কাঁধ মেলাল।